বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী ৪১১২ জন

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 02:49:24

একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে ৪র্থ দিনে বিএনপি ৪০২টি মনোনয়নপত্র বিতরণ করেছে বিএনপি। এ নিয়ে মোট চার হাজার  ১১২টি মনোনয়ন পত্র বিক্রি করলো বিএনপি। এর মধ্যে জমা পড়েছে মোট এক হাজার ২৪৯টি মনোনয়নপত্র।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নির্বাচন কমিশনে একটি প্রতিনিধি দল গিয়েছিল নির্বাচন পেছানোর দাবি নিয়ে। ইসি তখন জানিয়েছিলেন বিষয়টি বিবেচনা করা হবে। কিন্তু এর একদিন পরই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন এক মিনিটও পেছানো যাবে না। আর এরপর ইসিও বললেন নির্বাচন পিছানোর সুযোগ নেই।’

‘আসলে এই নির্বাচন কমিশন ওবায়দুল কাদেরীয় তত্ত্বের বাইরে যেতে পারবে না। কারণ এই কমিশন বর্তমান সরকারের ব্লুপ্রিন্টের মাধ্যমে সবকিছু করছে। তারা অনেক আগেই নিজেদের বিক্রি করেছে।

বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা স্বতস্ফূর্তভাবে উপস্থিত হন উল্লেখ করে দলীয় মনোনয়ন ফরম বিক্রির তথ্য তুলে ধরেন রিজভী। তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকে ৪০২টি মনোনয়ন ফরম বিক্রি ও ৮৫৮টি ফরম জমা পড়েছে। গতকাল ফরম বিক্রি হয় ৪৮৮টি এবং জমা পড়ে ৩৯১টি।’

এ সময় বিএনপির এই মুখ্যপাত্র বলেন, ‘প্রতিযোগিতা থাকলে আওয়ামী লীগ থাকবে না, তাদের অস্তিত্ব বিলিন হয়ে যাবে। তাই আমাদের নেতা কর্মীদের নতুন করে গ্রেফতার করা হচ্ছে।’

গতকাল পুলিশই নেতা কর্মীদের উপর আক্রম করেছিল বলেও দাবি করেন তিনি। এ সময় পুলিশের গাড়ি পোড়ানোর মামলার প্রতিবাদ জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর