প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত নির্বাচন চায় না ইসি

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-08 00:38:18

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ ও বিতর্কিতভাবে অনুষ্ঠিত হোক নির্বাচন কমিশন (ইসি) তা চায় না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।

শুক্রবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনে সহকারী রিটার্নিং অফিসারদের উদ্দেশ্যে ব্রিফিং শেষে তিনি এ কথা বলেন।

কবিতা খানম বলেন, ‘ইসি চাইবে না নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক। স্থানীয় সরকার নির্বাচনগুলোতে মাঠ পর্যায়ে গিয়ে দেখেছি। এর আগে অন্য কোনো কমিশন মাঠ পর্যায়ে যায়নি। এর অর্থই হচ্ছে নির্বাচনকে কোনোভাবে বিতর্কিত করতে দিব না।’

নির্বাচন সুষ্ঠু করা ইসির একার দায়িত্ব না উল্লেখ করে কবিতা খানম বলেন, ‘সুষ্ঠু নির্বাচন ইসির একার দায়িত্ব যারা বলে আসলে তারা নিজেদের দায়িত্ব এড়াতে চায়। তাছাড়া নির্বাচনকে সুষ্ঠু করতে গণমাধ্যমেও সতর্কতার সঙ্গে কথা বলা উচিৎ। সকলকে সঙ্গে নিয়ে আইনের সহয়তায় নির্বাচনকে সুষ্ঠু করতে হবে।’

আচরণবিধি লঙ্ঘনে কোনো ধরনের বৈষম্য ইসি সহ্য করবে না উল্লেখ করে এই নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনী আচরণবিধিতে কোনো ধরনের বৈষম্য সহ্য করব না। এ বিষয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে, কাউকেই ছাড় দেওয়া হবে না।’

সহকারী রিটার্নিং অফিসারদের উদ্দেশ্যে বলেন, ‘যত দোষ নন্দ ঘোষ। তাই আপনাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আপনাদের উপর এখন গুরুদায়িত্ব।’

ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ বলেন, ‘১৮ তারিখের মধ্যে ব্যানার পোস্টার সরিয়ে ফেলতে হবে। আর এই সময়ের মধ্যে না সরানো হলে এর বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করবে।’

ইউএনওদের উদ্দেশ্যে সচিব বলেন, ‘নির্বাচনের সময় উপজেলাগুলোতে সেনাবাহিনী ও বিজিবি যাবে। তাদের থাকার ব্যবস্থা আপনাদেরই করতে হবে। তাছাড়া দ্রুত প্রিজাইডিং ও পুলিং অফিসারদের নিয়োগ করা হবে। তাদের প্রশিক্ষণ আপনাদেরই দিতে হবে।’

এ সম্পর্কিত আরও খবর