সরকারের কাজে গতি ও মাইন্ড সেট পরিবর্তনে কাজ করবেন মোমেন

বিবিধ, নির্বাচন

সাব্বির আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 07:40:23

আমলাতান্ত্রিক জটিলতা আর প্রশাসনিক কাজে ধীরগতির অবসান চান জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. এ কে আবদুল মোমেন। তিনি সরকারের এমন পর্যায়ে কাজ করতে চান, যেখানে কাজে গতি আনতে পারবেন আর মাইন্ড সেট পরিবর্তন করতে পারবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আমেরিকা থেকে দেশে ফিরে আসতে বলেছিলেন। আরও বলেছিলেন রাজনীতিতে কাজে লাগাবেন। সেই কথা রেখে চলছেন প্রধানমন্ত্রী।

এবারের নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগের এমপি প্রার্থী তিনি। বলা চলে তার প্রার্থীতা অনেকটাই নিশ্চিত, অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। তাকে ঘিরে সিলেটে এরই মধ্যে ব্যাপক সাড়া পড়ে গেছে। তিনি যেখানে যাচ্ছেন, ছুটে আসছে দলটির নেতাকর্মীরা।

বার্তা২৪.কম-এর সঙ্গে এক সাক্ষৎকারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গেল তিন বছর থেকে সিলেটের ভোটের মাঠে নিজেকে ধীরে ধীরে পরিচিত করেছি। সিলেটকে আলোকিত ও উন্নত করতে চাই।’

তার বড় ভাই বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেটকে আলোকিত করার স্লোগান নিয়ে এমপি হয়েছিলেন। তিনি তার সঙ্গে উন্নত যোগ করেছেন।

ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলাপকালে তিনি বলেন, ‘আলোকিত ও উন্নত সিলেট চাই। পর্যটন খাতকে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে চাই। থাইল্যান্ডের মতো পর্যটন ব্যবস্থাকে সাজাতে চাই।’

উন্নয়নের জন্য তার অনেকগুলো পরিকল্পনা রয়েছে। সেগুলো জানিয়ে বলেন, ‘প্রথমত আমি যদি অবকাঠামো তৈরি করে দেই তাহলে বাকিটুকু সিলেটবাসী নিজেরাই করে নিতে পারবে। অবকাঠামোর মধ্যে প্রথম গুরুত্ব পাবে ঢাকা-সিলেট আট লেন সড়ক নির্মাণ কাজ। সম্প্রতি সরকার ছয় লেন অনুমোদন করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমি চাই ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রামে উন্নতমানের রেলওয়ে। যাতে আড়াই-তিন ঘণ্টায় আসা-যাওয়া করা যায়। এরপর চাই এয়ারলাইন্স সিস্টেমটা বাড়াতে। নদীপথেরও উন্নয়ন চাই।’

একাদশ জাতীয় নির্বাচনে তার বিপরীতে জাতীয় ঐক্যফ্রন্টের শক্ত প্রার্থী থাকতে পারেন- এমন খবরের জবাবে তিনি বলেন, ‘আমার প্রথম চ্যালেঞ্জ নির্বাচনে জয়লাভ করা। এরপরের কাজ মানুষের প্রত্যাশা ও আমার ইচ্ছাপূরণ। আর সেটা হলো- উন্নত আলোকিত সিলেট গড়া। সে কাজটা করতে চাই। বিরোধীদল থেকে যিনি প্রার্থী হচ্ছেন- তাকে স্বাগত জানাই। তবে যিনি প্রার্থী হবেন বলে শুনছি, তার দলের ইতিহাস তো খুব ভালো না।’

শেখ হাসিনার সরকার আবার আসবে, তাই মানুষ তাকে নৌকা প্রতীকে ভোট দেবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন ড. মোমেন।

এ সম্পর্কিত আরও খবর