তারেকের ভিডিও কনফারেন্স নিয়ে ইসির দৃষ্টি আকর্ষণ কাদেরের

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 00:53:00

বিএনপির চেয়ারপারসন (ভারপ্রাপ্ত) তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারেন কিনা এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) দৃষ্টি আকর্ষণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (১৮ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ বিষয়ে বিবেচনার জন্য ইসির দৃষ্টি আকর্ষণ করেন।

একাদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়েছে সকালে। এতে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়।

এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জাতির কাছে এর বিচার চাইছি। আরেকটা হচ্ছে, ইলেকশন কমিশনের কাছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি যে, দুটি মামলায় দণ্ডিত একজন বিদেশে আছেন, পলাতক- এভাবে ভিডিও কনফারেন্স করে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারেন কিনা।’

আওয়ামী লীগের মনোনয়ন তালিকা প্রকাশ সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘মনোনয়নের বিষয়টা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। তবে ফাইনালি ফিনিশিংটা বাকি আছে। সেটা অ্যালায়েন্সের সঙ্গে আলোচনা করে ফাইনাল করা হবে। আমাদেরটা অলমোস্ট ক্লোজড। তবে অ্যালায়েন্সের সঙ্গে আলোচনা করে জোটের প্রার্থী একসঙ্গে ঘোষণা করা হবে।’

কাদের বলেন, ‘নমিনেশনটা দিয়েছি রিপোর্টের ভিত্তিতে। যাদের ছয় মাস আগেও খারাপ ছিল তারা হয়ত এখন ভালো হয়েছে। তাই তাদের নমিনেশন দেওয়ার বিষয়ে চূড়ান্ত করা হয়েছে। তবে আগে যারা ছিল তাদের মধ্যে থেকে বাদ পড়েছে কম।’

জোটের শরিকদের কত আসন দেবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নেত্রী যেটা বলেছেন তা হলো ৬৫ থেকে ৭০টি আসন শরিকরা পাবেন। তবে আলোচনা করে যদি মনে হয় তাদের উইনেবল প্রার্থী বেশি আছে তাহলে সেটা বাড়ানো যেতে পারে।’

এ সম্পর্কিত আরও খবর