তারেকের মনোনয়ন বাছাই আচরণবিধির লঙ্ঘন- আ’লীগ

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-07-16 05:30:21

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া নির্বাচনী আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব:) ফারুক খান।

রোববার (১৮ নভেম্বরসন্ধ্যায় নির্বাচন কমিশনের কাছে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদলের সংক্রান্ত একটি অভিযোগ দাখিল করার পর সাংবাদিকদের এসব বলেন ফারুক খান।

তিনি বলেন, ‘একজন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বিএনপির প্রার্থীদের সঙ্গে টেলি কনফারেন্সে কথা বলছেন, এটি নির্বাচনী আইনের সুস্পষ্ট লঙ্ঘন। সুপ্রিমকোর্টের নির্দেশনা আছে- তারেক রহমানের কোনো বক্তব্য কোনো প্রচারমাধ্যমে প্রচার করা যাবে না। সুতরাং এই কাজ সর্বোচ্চ আদালতের আদেশ লঙ্ঘন এবং আদালত অবমাননার সামিল।’

ফারুক খান বলেন, ‘আমাদের লিখিত অভিযোগগুলো কমিশনের কাছে তুলে ধরেছি। আশা করি তারা এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেবেন।’

তিনি বলেন,ঐক্যফ্রন্টের নামে বিএনপি জামায়াত সুপ্রিমকোর্টের মত একটি জায়গায় বসে দিনব্যাপী নির্বাচনী প্রচারণা চালিয়েছে। সেখানে এমন কিছু কথাবার্তা বলা হয়েছে যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এর মাধ্যমে ইতোমধ্যে নির্বাচনী ব্যবস্থা প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।’

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলটির নির্বাচন পরিচালনা উপ-কমিটির সদস্য সচিব মোহিবুল আলম চৌধুরী নওফেল বলেন, ‘তিনি (তারেক রহমান) টেলিকনফারেন্সের মাধ্যমে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন। তিনি মুহূর্তে একজন পলাতক দণ্ডিত ব্যক্তি। তিনি রাজনৈতিক   নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারেন না।’

এ সময় তিনি আদালত নির্দেশনা অনুযায়ী পলাতক ব্যক্তির বিষয়ে প্রচার না করার জন্য অনুরোধ জানান।

নির্বাচনের সময়হাসিনা: অ্যা ডটার টেল’ সিনেমা মুক্তির বিষয়টি নির্বাচনী আইন ভঙ্গ করে কিনা- সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফারুক খান বলেন, ‘এটি বিনোদমূলক। মানুষ টাকা দিয়ে টিকিট কেটে এটি দেখছে। এখানে কোনো নির্বাচনী প্রচারণার বিষয় নেই।’

এ সম্পর্কিত আরও খবর