‘থ্যাংক ইউ পিএম’ বিষয়ে ইসির কিছু করার নেই: সচিব

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-10 13:18:15

বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যমে ‘থ্যাংক ইউ পিএম' নামে যে প্রচারণার চলছে বলে অভিযোগ উঠেছে সে  বিষয় ইসির কিছু করার নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

সোমবার (১৯ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা বলেন তিনি।

ইসি সচিব বলেন, যতদূর জানি ‘থ্যাংক ইউ পিএম' ফিলারটি বিজ্ঞাপন আকারে চলছে। এ ধরনের প্রচারণা যে কেউই চালাতে পারে। রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বিটিভিসহ বেসরকারি টিভিতে বিজ্ঞাপন আকারে প্রচারণা হওয়ায় এটি নিয়ে ইসির কিছু করার নেই।

তিনি বলেন, ‘থ্যাংক ইউ পিএম, এ বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। আনুষ্ঠানিকভাবে এখন তো কেউ আমাদের কাছে অভিযোগ দেয়নি। কেউ অভিযোগ দিলে কর্তপৃক্ষ কে তা আমাদের দেখতে হবে।’

এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে লাগানো আগাম নির্বাচনী সামগ্রী গত রাতের মধ্যেই সরে যাওয়ার কথা। যারা এখনও ইসির এ নির্দেশ মানেননি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। এর অংশ হিসেবে এরই মধ্যে ইসি সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে। সিটি করপোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ ইসির নির্দেশনা মেনে এখন দোষীদের বিরুদ্ধে আইন অনুসারে জরিমানা আদায় করবে।  তবে আগাম প্রচারণা চালানোর দায়ে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে না বলে জানান ইসি সচিব।

এ সম্পর্কিত আরও খবর