বাংলাদেশের নির্বাচনে আমাদের কোনো সম্পৃক্ততা নেই: শ্রিংলা

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 16:10:27

বাংলাদেশের নির্বাচনে আমাদের কোনো সম্পৃক্ততা নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শিংলা।

তিনি বলেছেন, বাংলাদেশের নির্বাচনে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এটা বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলের বিষয়।

সোমবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর বারিধারায় বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলার এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  এ সময় তার সঙ্গে ছিলেন ভারতীয় হাই কমিশনের রাজনৈতিক সচিব রাজেশ সাইকি। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বলেন, আমি বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর আমন্ত্রণে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। তবে নির্বাচনের আগে তাদের (বিকল্পধারা) আদর্শ ও চিন্তা কেমন তা জানতে চেয়েছি।

বৈঠকে উপস্থিত ছিলেন, বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, যুক্তফ্রন্টের মুখপাত্র ও বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী প্রমুখ।

বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান সংবাদ সম্মেলনে বলেন, ভারতের সাথে আমাদের অত্যন্ত সুসর্ম্পক রয়েছে।  হাই কমিশনারের সাথে আমরা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ  পরিবেশে আলোচনা করেছি। নির্বাচনের বিষয়ে তারা বলেছেন, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বৈঠকের মূল আলোচনা ছিল দুদেশের মধ্যকার সুসম্পর্ক।

তিনি আরও জানান, ব্যবসায়িক ও রাজনৈতিক সম্পর্ক নিয়েও আমরা কথা বলেছি।

এ সম্পর্কিত আরও খবর