আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী করার তাগিদ

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 19:32:02

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী করার তাগিদ দিয়েছেন রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান।

তিনি বলেন, `নির্বাচনকে সামনে রেখে সকল ধরনের নিরাপত্তা জোরদার করতে হবে। গত এক বছরে যতগুলো মামলা পেন্ডিং রয়েছে তা দ্রুত নিষ্পত্তির জন্য নির্দেশ দিচ্ছি। সেই সাথে নির্বাচনে সহিংসতা ঠেকাতে সীমান্তে টহল বাড়ানোর ক্ষেত্রে বিজিবি’র তৎপরতা বাড়াতে হবে।’

মঙ্গলবার (২০ নভেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন উপলক্ষে বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রাম মেট্রোপলিটন কমিশনার (সিএমপি) কমিশনার মাহবুবর রহমান, চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন।

আবদুল মান্নান বলেন, ‘কীভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে যেভাবে কাজ করতে হয় সেভাবে পুলিশ, র‌্যাব ও বিজিবি’র সদস্যরা করে যাবেন। যাদেরকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে তাদের অস্ত্রসমূহ সুষ্ঠুভাবে ব্যবহার হচ্ছে কিনা, নাকি বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার হচ্ছে তা নিয়ে প্রশাসন সজাগ রয়েছে।’

ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, ‘যেকোনো নাশকতা ঠেকাতে সকল পুলিশ সুপারদেরকে সজাগ থাকতে বলা হয়েছে। নির্বাচন উপলক্ষে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখছি।’

এ সম্পর্কিত আরও খবর