উন্নয়নমূলক যেসব কাজ করেছেন মাশরাফি

বিবিধ, নির্বাচন

শরিফুল ইসলাম, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 19:42:02

মাশরাফি শুধু একজন ভালো ক্রিকেটারই নন, তিনি একজন জনদরদিও বটে। তাই তো কোনো জনপ্রতিনিধি না হয়েও অনেক উন্নয়নমূলক কাজ করেছেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অবহেলিত নড়াইল জেলায় উন্নয়নের লক্ষ্যে ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর মাশরাফির নেতৃত্বে গঠন করা হয় ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ নামে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। এরপর থেকে জেলায় বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কাজ করেন তিনি। নড়াইলের তরুণ ভোটারদের প্রত্যাশা মাশরাফি বাংলাদেশের আস্থার প্রতীক, মাশরাফি বাংলাদেশকে বিশ্বের সর্বোচ্চ স্থানে পৌঁছে দিয়েছে। তিনি এমপি না হতেই রংপুর রাইডার্সের দেয়া কোটি টাকার গাড়ি না নিয়ে অ্যাম্বুলেন্স এনে নড়াইলের সাধারণ মানুষের সেবার জন্য দিয়েছেন।

চালু করেছেন উন্নত মানের থাইরোকেয়ার ডায়াগনস্টিক সেন্টার, যেখানে ৪শ প্রকার ব্লাড পরীক্ষা করতে পারবেন ৫০ শতাংশ কমে। তিনি বিদ্যুৎহীন পরিবারের ২০০ শিক্ষার্থীদের জন্য সোলার ল্যাম্প বিতরণ করেন। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে প্রাথমিক পর্যায়ে নড়াইল শহর ও লোহাগড়া পৌর এলাকায় সিসিটিভি’র আওতায় আনার জন্য ২৪ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্পের কাজ শুরু করেছেন।

সূত্র জানায়, মাশরাফি বিন মর্তুজা অসহায় হতদরিদ্র মানষের পুনর্বাসন ও চিকিৎসা প্রদান করে যাচ্ছেন। তিনি প্রতিবছর এ জেলা থেকে বিভিন্ন ডিসিপ্লিনে ২০ জন শিক্ষার্থীকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করেছেন। তিনি ‘ক্লিন নড়াইল, গ্রিন নড়াইল’ গড়তে নড়াইল ও লোহাগড়াতে প্রায় দেড়শ ডাস্টবিন স্থাপন করে দিয়েছেন। ৩টি পাবলিক টয়লেট স্থাপন করার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

এছাড়া সন্ত্রাস, মাদকমুক্ত রাখতে ৬৫ লাখ টাকা ব্যয়ে দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে ৭৫ জন উঠতি তরুণদের ক্রিকেট, ফুটবল ও ভলিবল খেলোয়াড়কে প্রশিক্ষণ দিচ্ছেন। একটি জিম তৈরির কাজও তিনি শুরু করবেন। ইতোমধ্যে এ জিম তৈরি করার মতো জায়গা নিশ্চিত করেছেন এবং একই সঙ্গে নির্মাণের জন্য ৩৫ লাখ টাক বরাদ্দও করেছেন।

নড়াইল জেলাকে ফুলের শহর গড়তে ইতোমধ্যে বিভিন্ন স্কুল কলেজে ‘ফুল ও সৌন্দর্য’ বর্ধনের গাছ রোপণ করেছেন।

সর্বশেষ ১০০০ কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতজাতের জিংকসমৃদ্ধ ধানবীজ বিতরণ করেছেন। এসব কাজ তিনি তার নিজের গড়া ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের’ মাধ্যমে করছেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফির বন্দনা চলছেই। আজম শেখ নামে একজন লিখেছেন, ‘আমি গর্বিত, আমি মাশরাফির নির্বাচিত এলাকা নড়াইল-২ আসনের নাগরিক। নড়াইল সদর থেকে কোনো একজন এমপি হোক সেই কামনাই করতাম। মনে হয় আমার মনের বাসনা বাস্তবায়ন হতে চলেছে। শুধু এমপি নয়, মাশরাফি বিন মর্তুজা মন্ত্রী হবে ইনশাআল্লাহ। সকল দল মত ভুলে আসুন নড়াইলের স্বার্থে মাশরাফির হাতে হাত রেখে অগ্রসর হই।’

কাজী সোহানুর রহমান লিখেছেন, ‘অভিনন্দন, চোখ বন্ধ করলে নড়াইল জেলাটিকে সিলিকন ভ্যালির মতো চকচকে দেখতে পাচ্ছি, বাকিটা শুধু অপেক্ষা।’

মাসুদ রানা লিখেছেন, ‘নড়াইল-২ আসনে পরিবর্তনের জন্য মার্কা নয়, ব্যক্তি হিসেবে মাশরাফিকে ভোট দিন।’

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মীর্জা নজরুল ইসলাম বলেন, ‘মাশরাফি নির্বাচন করবেন এমন চিন্তা থেকে নয়, এর আগে থেকেই সে নড়াইলের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আমরা নড়াইলবাসী সব সময় তার সঙ্গে থাকব।’

এ সম্পর্কিত আরও খবর