চট্টগ্রামের ১৬ আসনে নৌকার মাঝি যারা

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 21:49:22

একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের চট্টগ্রামের ১৬টি আসনের নেতারা নৌকার টিকিট পেয়েছেন। এর মধ্যে ১২টি আসনে দলীয় প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে ১১টি আসনেই বর্তমান সংসদ সদস্যরা মনোনয়ন পেয়েছেন।

কিন্তু চমক রয়েছে চট্টগ্রাম-৯ কোতোয়ালী আসনে। এখানে শুধু ব্যতিক্রম। সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর ছেলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে মনোনয়ন দেওয়া হয়েছে এ আসনে।

আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) মাহফুজুর রহমান মিতা, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড-পাহাড়তলী) মো. দিদারুল আলম, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে এবিএম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম-৯ আসনে মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-১০ (হালিশহর-ডবলমুরিং) আসনে ডা. আফসারুল আমিন, চট্টগ্রাম-১২ (পটিয়া) শামসুল হক, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনে নজরুল ইসলাম, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মোস্তাফিজুর রহমান চৌধুরী নৌকা পেয়েছেন।

এর মধ্যে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনের নওফেল ছাড়া প্রত্যেকেই বর্তমান সংসদ সদস্য।

এদিকে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১২টিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর মনোনয়নপত্র দিয়েছেন। বাকী এ চার আসন শরিকদের দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এর মধ্যে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ নজিবুল বশর মাইজভান্ডারী, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) জাপার আনিসুল হক মাহমুদ, চট্টগ্রাম-৮ (চাঁন্দগাও-বোয়ালখালি) মঈন উদ্দিন খান বাদল ও চট্টগ্রাম -১১ ইসলামী ঐক্যফ্রন্টের এমএ মতিনকে দেওয়া হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর