আসছে নির্বাচন, প্রস্তুত হচ্ছে মাইক দোকানিরা

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 14:13:13

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার জন্য খুব বেশি দেরি নেই। সারাদেশে নিজ নিজ দলের নেতাকর্মীরা প্রচারণায় নামবে। ভোট প্রচারণাময় মাইকের স্লোগানে মুখরিত হবে চারপাশ। তাই ইতোমধ্যেই মাইকের দোকানগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে।

‘উড়ছে পাখি দিচ্ছে ডাক, অমুক ভাই জিতে যাক,’ ‘অমুক ভাইয়ের সালাম নিন, তুমুক মার্কায় ভোট দিন’ আরও কতো বাহারি স্লোগানে ভরে উঠবে চারপাশ। মহাসড়ক থেকে গলিতে সব স্থানে মাইকের প্রচারণা থাকবে। মাইকের কদরও বাড়বে বেশ। প্রতিটি মাইকের ভাড়া হবে ক্ষেত্রবিশেষে এক থেকে দেড় হাজার টাকা পর্যন্ত।

বছরের অন্যান্য সময় মাইকের তেমন প্রয়োজন পড়ে না। ফলে নির্বাচন ছাড়া রাজশাহীতে মাইকের দোকানগুলোতে সেগুলোকে সাজিয়ে রাখা হয় গুদাম ঘরে। এখনো তাই আছে। তবে গুদামে সাজিয়ে রাখা মাইকগুলোতে কোনো সমস্যা আছে কিনা তা দেখে নিচ্ছে ব্যবসায়ীরা।

রাজশাহীর নিউমার্কেট এলাকার ঝঙ্কার মাইক সার্ভিসের মালিক আলমগীর হোসেন বলেন,‘সারা বছর প্রায় বসেই থাকতে হয়। যখন কোনো নির্বাচন আসে, তখনই মাইকের কদর বাড়ে। এ কারণে নির্বাচনের সময় মাইকগুলো ঠিকঠাক রাখতে হয়। নির্বাচন কেন্দ্রিক ব্যবসা ধরতে পারলে অনেক লাভ হয়।’

তিনি আরও বলেন, ‘আশা করছি আগামী সংসদ নির্বাচন উপলক্ষে মাইকের ব্যবসা ভালো হবে। কারণ গত নির্বাচনে রাজশাহীর চারটি আসনে তেমন প্রচারণা হয়নি। ফলে মাইকের প্রয়োজন পড়েনি খুব একটা। তবে এবার মনে হচ্ছে উৎসবমুখর পরিবেশেই ভোট হবে। এটি হলে মাইকের চাহিদাও বাড়বে প্রচুর। তখন ব্যবসাও ভালো হবে।’

নগরীর আজিম মাইক সার্ভিসের মালিক আজিমুদ্দিন বলেন, ‘নির্বাচন হলে মাইকের চাহিদা বাড়বে। তাই কোনো মাইকের সমস্যা আছে কিনা তা দেখে নিচ্ছি এখনই। কারণ প্রচারণা শুরু হলে সময় পাবো না।’

এ সম্পর্কিত আরও খবর