দেশের গণতন্ত্র উদ্ধারে প্রার্থী হয়েছি: সালাউদ্দিন পত্নী

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 17:48:23

দেশে চলমান গুম, খুন থেকে গণতন্ত্র উদ্ধারের জন্যই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ।

মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুর ২টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামাল হোসেনের হাতে মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের কাছে এ কথা জানান তিনি। তিনি কক্সবাজারের চকরিয়া-পেকুয়া আসন থেকে বিএনপির প্রার্থী হয়েছেন।

হাসিনা আহমেদ বলেন, ‘দেশে কোনো গণতন্ত্র নেই। মানুষের ভোটের অধিকার আজ অনিশ্চয়তার মধ্যে রয়েছে। মানবতা আজ হুমকির মুখে। সাধারণ মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। যেখানে সেখানে মানুষকে গুম করা হচ্ছে। এসব থেকে দেশের জনগণকে মুক্ত করতে আমি আজ বিএনপি থেকে প্রার্থী হয়েছি।’

তিনি বলেন, ‘আমার স্বামী সালাউদ্দিন আহমেদ আজ রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার। ভারতে শিলংয়ের আইনি লড়াই শেষ করেও তিনি আজ দেশে আসতে পারছেন না। এসব কিছু বিবেচনা করে আমি নির্বাচনে লড়ছি। আমি আশা রাখি তিনি শিগগিরই দেশে ফিরতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘বিএনপি সংঘাতের রাজনীতি করে না। আমিও আমার নির্বাচনী এলাকায় সংঘাত চাই না। যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে বিএনপির পক্ষে ভোট বিপ্লব হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি শাজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না ও সালাউদ্দিন আহমেদের ব্যক্তিগত সহকারী সফওয়ানুল করিম।

এ সম্পর্কিত আরও খবর