ভেড়ামারায় মনোনয়নপত্র জমা দিলেন ইনু

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-07-21 11:40:01

একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং অফিসার সোহেল মারুফের নিকট মহাজোটের প্রার্থী হিসাবে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল ইনুর সঙ্গে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অ্যাড. আলম জাকারিয়া টিপু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, কেন্দ্রীয় নারী জোটের সভাপতি আফরোজা হক রিনা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এস এম আনছারসহ মহাজোটের নেতৃবৃন্দরা।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনটি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপির দখলে ছিল। তার আগে জামায়াত ও জাতীয় পার্টির নেতারাও এমপি নির্বাচিত হন।

এরপর ২০০৮ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে লড়ে বিজীয় হন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তিনি।

এ সম্পর্কিত আরও খবর