মাশরাফির পক্ষে ঐক্যবদ্ধ জেলা আ.লীগ

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 12:29:25

নড়াইলে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। এ সময় বক্তব্য দেন- সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, সহ-সভাপতি ফজলুর রহমান জিন্নাহ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী, পিপি অ্যাডভোকেট এমদাদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক বাবুল কুমার সাহা, কাজী ইসমাইল হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন, জেলা আওয়ামী লীগের সদস্য সৌমেন চন্দ্র বসু প্রমুখ।

জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তরা বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ, তাকে জননেত্রী শেখ হাসিনা নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। জেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়ী করতে হবে। সকল ভেদাভেদ ভুলে দল-মতের ঊর্ধ্বে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করে নড়াইলবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ আসনটি উপহার দেবে। মাশরাফির পক্ষে আজ ঐক্যবদ্ধ জেলা আওয়ামী লীগ।’

এ সময় গোলাম মর্তুজা স্বপন মাশরাফির দলীয় মনোনয়নের চিঠি জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুসহ নেতাদের হাতে তুলে দেন।

মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন বলেন, ‘এখন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকা প্রতীককে জয়ী করার সকল দায়-দায়িত্ব আপনাদের। প্রধানমন্ত্রীর দেওয়া নৌকা প্রতীককে বিপুল ভোটে জয়ী করার জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি।’

অপরদিকে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজার পক্ষে মঙ্গলবার বিকেলে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর