বগুড়ায় খালেদার পক্ষে মনোনয়নপত্র জমা

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 05:24:12

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল আজ। শেষ দিনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।

বুধবার (২৮ নভেম্বর) দুপুর ১টার দিকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মাফতুন আহম্মেদ খান রুবেল মনোনয়নপত্র জমা দেয়ার তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়াও দুপুর ৩টায় বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে গাবতলী উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে খালেদা জিয়ার নামে মনোনয়নপত্র জমা দেয়া হয়।

বগুড়া-৭ আসনের সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু জানান, শাজাহানপুর উপজেলায় সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে খালেদা জিয়ার নামে মনোনয়ন জমা দিতে গেলে সেখান থেকে গাবতলীতে দেয়ার পরামর্শ দেয়া হয়। এ কারণে বেলা ৩টায় গাবতলীতে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেন তিনি।

উল্লেখ্য, কারাবন্দী খালেদা জিয়াকে দল থেকে বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে মনোনয়ন দেয়া হয়। এছাড়াও বিকল্প হিসেবে বগুড়া-৬ আসনে খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাড. মাহবুবর রহমান ও জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশাও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া মঙ্গলবার (২৭ নভেম্বর) গভীর রাতের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার বিকেলে বগুড়া-৬ আসনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হবে। বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার বিকল্প হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোর্শেদ মিল্টন ও সভাপতি আমিনুর রহমান তালুকদার।

এ সম্পর্কিত আরও খবর