ঢাকা বিভাগে ধানের শীষ পেলেন যারা

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 23:40:46

একাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৪০ আসনের বিপরীতে ৮ শতাধিক প্রার্থীকে দলীয় মনোনয়নের চিঠি দিয়েছে। অন্য আসনগুলো বিএনপি তাদের শরিকদের জন্য ছেড়ে দেবে। ওইসব প্রার্থীদের বেশিরভাগই ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন। তাদেরকেও মির্জা ফখরুলের স্বাক্ষর করা মনোনয়নপত্রের চিঠি দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের শিডিউল মতে বুধবার (২৮ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাই করা হবে। মনোনয়ন প্রত্যাহার করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর শুরু হবে প্রচার-প্রচারণা। ২৮ ডিসেম্বর পর্যন্ত প্রচার-প্রচারণা শেষে ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আসন্ন নির্বাচনে বিএনপি থেকে ঢাকা বিভাগে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন-

ঢাকা: ঢাকা-১ আসনে বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা, খন্দকার আবু আশফাক ও ফাহিমা হোসেন জুবলী। ঢাকা-২ আমান উল্লাহ আমান ও তার ছেলে ইরফান ইবনে আমান। ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায় ও তার পুত্রবধূ নিপুন রায় চৌধুরী। ঢাকা-৪ সালাহউদ্দিন আহমেদ ও তার পুত্র তানভীর আহমেদ রবীন। ঢাকা-৫ নবী উল্লাহ নবী ও শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। ঢাকা-৬ কাজী আবুল বাশার ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ঢাকা-৭ আসনে নাসির উদ্দিন আহমেদ পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা ও রফিকুল ইসলাম রাসেল। ঢাকা-৮ মির্জা আব্বাস। ঢাকা-৯ সাবেক ছাত্রনেতা হাবিব-উন-নবী সোহেল। ঢাকা-১০ আবদুল মান্নান ও তার জামাতা ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম। ঢাকা-১১ এম এ কাইয়ুমের স্ত্রী শামীম আরা বেগম ও এজিএম শামসুল আলম। ঢাকা-১২ যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও আনোয়ারুজ্জামান আনোয়ার। ঢাকা-১৩ আবদুস সালাম ও আতাউর রহমান ঢালী।

ঢাকা-১৪ জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল ইসলাম ও এস এ সিদ্দিক সাজু। ঢাকা-১৫ মামুন হাসান। ঢাকা-১৬ অধ্যাপক ড. সাহেদা রফিক, আহসান উল্লাহ হাসান ও মোয়াজ্জেম হোসেন। ঢাকা-১৭ মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, ফরহাদ হালিম ডোনার ও কামাল জামান মোল্লা। ঢাকা-১৮ বাহাউদ্দিন সাদী ও এসএম জাহাঙ্গীর। ঢাকা-১৯ ডা. দেওয়ান সালাহউদ্দিন আহমেদ এবং ঢাকা-২০ ব্যারিস্টার জিয়াউর রহমান ও তমিজউদ্দিন।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-১ অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, কাজী মনিরুজ্জামান মনির ও মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। নারায়ণগঞ্জ-২ মাহমুদুর রহমান সুমন, আতাউর রহমান খান আঙ্গুর ও নজরুল ইসলাম আজাদ। নারায়ণগঞ্জ-৩ আজহারুল ইসলাম মান্নান ও খন্দকার আবু জাফর। নারায়ণগঞ্জ-৪ মোহাম্মদ শাহ আলম ও অধ্যাপক মামুন মাহমুদ এবং নারায়ণগঞ্জ-৫ অ্যাডভোকেট আবুল কালাম ও মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে এসএম আকরামের নামও রয়েছে নারায়ণগঞ্জ-৫ আসনে।

নরসিংদী: নরসিংদী-১ ডাকসুর জিএস খায়রুল কবীর খোকন, নরসিংদী-২ সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান। নরসিংদী-৩ অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও আকরামুল হাসান। নরসিংদী-৪ সরদার সাখাওয়াত হোসেন বকুল ও আবদুল কাদির ভূঁইয়া জুয়েল। নরসিংদী-৫ আশরাফ উদ্দিন ও একে নেছার উদ্দিন।

মানিকগঞ্জ: মানিকগঞ্জ-১ আসনে খন্দকার আকতার হামিদ ডাবলু, খন্দকার আকবর হোসেন বাবলু। মানিকগঞ্জ-২ আফরোজা খান রীতা ও মানিকগঞ্জ-৩ ইঞ্জিনিয়ার মইনুল হোসেন শান্ত।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ-১ সাবেক উপ-প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন ও আবদুস সালাম আজাদ। মুন্সীগঞ্জ-২ মিজানুর রহমান সিনহা ও মুন্সীগঞ্জ-৩ আবদুল হাই।

গাজীপুর: গাজীপুর-১ চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী। গাজীপুর-২ সালাহউদ্দিন সরকার ও মঞ্জুরুল করিম রনি। গাজীপুর-৩ আসনটি জাতীয় ঐক্যফ্রন্টের জন্য ফাঁকা রাখা হয়েছে। গাজীপুর-৪ রিয়াজুল হান্নান শাহ এবং গাজীপুর-৫ ফজলুল হক মিলন ও মনির হোসেন।


কিশোরগঞ্জ
: কিশোরগঞ্জ-১ রেজাউল করিম খান চুন্নু, অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম শরীফ ও খালেদ সাইফুল্লাহ সোহেল। কিশোরগঞ্জ-২ মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন ও মোহাম্মদ শহীদুজ্জামান। কিশোরগঞ্জ-৩ অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস, ভিপি সাইফুল ইসলাম সুমন। কিশোরগঞ্জ-৪ অ্যাডভোকেট মো. ফজলুর রহমান ও সুরঞ্জন ঘোষ। কিশোরগঞ্জ-৫ শেখ মুজিবুর রহমান ইকবাল ও তার ছেলে মাহমুদুর রহমান উজ্জ্বল এবং কিশোরগঞ্জ-৬ মো. শরীফুল আলম।

টাঙ্গাইল: টাঙ্গাইল-১ ফকির মাহবুব আনাম স্বপন ও সরকার শহীদ। টাঙ্গাইল-২ সাবেক ছাত্রনেতা সুলতান সালাউদ্দিন টুকু ও শামছুল আলম তোফা। টাঙ্গাইল-৩ মাঈনুল ইসলাম ও লুৎফর রহমান খান আজাদ। টাঙ্গাইল-৪ লুৎফর রহমান মতিন, বেনজির টিটো ও ইঞ্জিনিয়ার আবদুল হালিম। টাঙ্গাইল-৫ মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান ও ছাইদুল হক ছাদু। টাঙ্গাইল-৬ অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী ও নুর মোহাম্মদ খান। টাঙ্গাইল-৭ আবুল কালাম আজাদ সিদ্দিকী ও সাইদুল ইসলাম খান। টাঙ্গাইল-৮ আসনে জাতীয় ঐক্যফ্রন্টকে ছেড়ে দেওয়া হতে পারে।

ফরিদপুর: ফরিদপুর-১ শাহ মো. আবু জাফর ও খন্দকার নাছিরুল ইসলাম। ফরিদপুর-২ শামা ওবায়েদ ইসলাম রিংকু ও শহিদুল ইসলাম বাবুল। ফরিদপুর-৩ চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও নায়েবা ইউসুফ। ফরিদপুর-৪ ইকবাল হোসেন খন্দকার সেলিম ও চিত্রনায়িকা শাহরিয়ার ইসলাম শায়লা।

রাজবাড়ী: রাজবাড়ী-১ আলী নেওয়াজ খৈয়াম ও আসলাম মিয়া। রাজবাড়ী-২ নাসিরুল হক সাবু, হারুন অর রশীদ ও আবদুর রাজ্জাক।

গোপালগঞ্জ: গোপালগঞ্জ-১ সেলিমুজ্জামান সেলিম ও শরফুদ্দীন জাহাঙ্গীর। গোপালগঞ্জ-২ সিরাজুল ইসলাম সিরাজ ও ডা. কেএম বাবর। গোপালগঞ্জ-৩ এসএম জিলানি ও এসএম আফজাল হোসেন।

মাদারীপুর: মাদারীপুর-১ সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী, মাদারীপুর-২ মিল্টন বৈদ্য এবং মাদারীপুর-৩ আনিসুর রহমান খোকন তালুকদার।

শরিয়তপুর: শরিয়তপুর-১ সরদার নাছির উদ্দিন কালু, শরিয়তপুর-২ শফিকুর রহমান কিরন এবং শরিয়তপুর-৩ থেকে মিয়া নুরুদ্দিন অপু।

এ সম্পর্কিত আরও খবর