মনোনয়নপত্র চুরি, বাবলুকে প্রতিহত করতে জাপার অবস্থান

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 04:00:21

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশ অমান্য করে চুরি করা মনোনয়নপত্র দাখিল করার জন্য রংপুরে এসেছেন দলের প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু। তবে তাকে প্রতিহত করতে রংপুর ডিসি অফিস, তারাগঞ্জ-বদরগঞ্জ, কিশোরগঞ্জ-সৈয়দপুর ইউএনও অফিসে অবস্থান নিয়েছে জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বুধবার (২৮ নভেম্বর) দুপুর থেকে বিক্ষুব্ধ জাপার নেতাকর্মীরা এই অবস্থান নেন।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এসএম ইয়াসির বলেন, ‘এরশাদ স্যারের নির্দেশ অমান্য করে মনোনয়নপত্র চুরি করে জিয়া উদ্দিন বাবলু। রংপুর-২ এবং নীলফামারী-৪ আসনে আজ তা দাখিলের জন্য গোপনে সকাল থেকে চেষ্টা করছেন। তাকে প্রতিহত করার জন্য জাতীয় পার্টির সকল স্তরের নেতা-কর্মীরা রংপুর ডিসি অফিস, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার অফিস, সৈয়দপুর-কিশোরগঞ্জ ও তারাগঞ্জ-বদরগঞ্জ এবং ইউএনও অফিসে অবস্থান নিয়েছে। জিয়া উদ্দিন বাবলু ও তার স্ত্রী টুম্পাসহ তার কোনো প্রতিনিধি বা দলের অন্য কেউ যদি মনোনয়ন দাখিল করতে আসে তাহলে তা প্রতিহত করা হবে।’

জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খান নাজিম বলেন, ‘আমরা রংপুর ডিসি অফিসের বটতলাতে অবস্থান নিয়েছি। এখানে ছাত্রসমাজ, যুবসংহতি, স্বেচ্ছাসেবক পার্টি, মহিলা পার্টি, শ্রমিক পার্টিসহ দলীয় নেতাকর্মীরা আছেন। বাবলু কিংবা তার কোনো প্রতিনিধি এখানে আসার সুযোগ পাবে না।’

মহানগর জাতীয় ছাত্রসমাজের সভাপতি ইয়াছির আরাফাত বলেন, ‘আমরা গতরাতে জানতে পেরেছি বাবলু দলের চেয়ারম্যানের নির্দেশ অমান্য করে গোপনে মনোনয়ন দাখিলের জন্য রংপুরে এসেছেন। আমরা তাকে কোনো ভাবেই মনোনয়ন দাখিল করতে দেব না।’

একটি সূত্র জানায়, কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে জিয়া উদ্দিন বাবলু ও তার স্ত্রী টুম্পা মঙ্গলবার রাতে রংপুরে আসেন। দল থেকে মনোনয়ন না পাওয়ায় তা চুরি করেন তিনি। আজ রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে নতুবা নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে তার মনোনয়নপত্র দাখিল করার কথা রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর