যে কারণে প্রার্থী হচ্ছেন না ড. কামাল

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 01:12:20

দিন গণনা শুরু। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। মনোনয়নপত্র নিয়ে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ, বিএনপিসহ সকল রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা।

এদিকে ড. কামাল হোসেনের গণফোরাম থেকে ১১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছে। তবে সংবিধান প্রণেতা, জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন কোনো ফরম উত্তোলন করেননি। 

বুধবার(২৮ নভেম্বর) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়ে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।

এ সময় তিনি জানান, দলের সভাপতি ড. কামাল হোসেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন না।

কয়েকদিন আগেও নির্বাচন করবেন কি করবেন না তা স্পষ্ট ছিল না। আজকে নির্বাচন কমিশনে মনোনয়ন দাখিলে শেষ দিনে গণফোরামের অন্যান্য নেতারা মনোনয়নপত্র জমা দিলেও ড. কামাল কিংবা তার পক্ষে কেউ মনোনয়ন দাখিল করেন নি। এতে করে তিনি যে নির্বাচন করছেন না তা স্পষ্ট।

কেন নির্বাচনে প্রার্থী হচ্ছেন না ড. কামাল, এ বিষয়ে কথা হয় সুব্রত চৌধুরীর সঙ্গে। বার্তা২৪.কমকে তিনি বলেন, বার্ধক্যজনিত কারণে তিনি নির্বাচনে প্রার্থী হচ্ছেন না। এছাড়া শারিরিক অসুস্থতাও নির্বাচনে না যাওয়ার বড় কারণ।

এ সম্পর্কিত আরও খবর