টাঙ্গাইলের ৮ আসনে ৮২ মনোনয়নপত্র দাখিল

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 16:19:01

একাদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ, স্বতন্ত্রসহ ৮২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র দাখিলের দিন থেকে শুরু করে শেষ দিন আজ বুধবার (২৮ নভেম্বর) পর্যন্ত টাঙ্গাইল জেলা রিটানিং অফিসারের কার্যালয় ও সহকারী রিটানিং অফিসারদের কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

এর মধ্যে আওয়ামী লীগের নয় জন, বিএনপির ১৫ জন, কৃষক শ্রমিক জনতা লীগের নয় জন, জাতীয় পার্টির পাঁচ জন, ইসলামী আন্দোলনের আট জন, স্বতন্ত্র নয় জনসহ অন্যান্য দলের মোট ৮২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনে ড. আব্দুর রাজ্জাক (আওয়ামী লীগ), ফকির মাহবুব আনাম স্বপন ও সরকার শহীদ (বিএনপি), আশরাফ আলী (ইসলামী আন্দোলন), সালামত হোসাইন খান (জাকের পার্টি), আবু মিল্লাত হোসেন (ন্যাশনাল পিপলস পার্টি), ফারুক আহমেদ (কৃষক শ্রমিক জনতা লীগ), খন্দকার আনোয়ারুল হক (স্বতন্ত্র) মনোনয়ন জমা দেন।

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে তানভীর হাসান ও খন্দকার মশিউজ্জামান রোমেল (আওয়ামী লীগ), সুলতান সালাউদ্দিন টুকু ও শামছুল আলম তোফা (বিএনপি), এনামুল হক মঞ্জু (জাকের পার্টি), জাহিদ হোসেন খান (কমিউনিষ্ট পার্টি), রফিকুল ইসলাম (কৃষক শ্রমিক জনতা লীগ), এসএম শামসুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মনিরুল ইসলাম (বিকল্প ধারা)।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আতাউর রহমান খান (আওয়ামী লীগ), লুৎফর রহমান খান আজাদ ও মাঈনুল ইসলাম (বিএনপি), আব্দুর রশিদ (কৃষক শ্রমিক জনতা লীগ), মাওলানা রেজাউল করিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), আবু হানিফ (বাংলাদেশ তরিকত ফেডারেশন), আতাউর রহমান খান (বিএনএফ), খলিলুর রহমান (জাকের পার্টি), এসএম চাঁন মিয়া (ন্যাশনাল পিপলস পার্টি)। 

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে হাসান ইমাম খান (আওয়ামী লীগ), লুৎফর রহমান মতিন, ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, বেনজীর আহমেদ (বিএনপি), বঙ্গবীর কাদের সিদ্দিকী, শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, ইঞ্জিনিয়ার লিয়াকত আলী (কৃষক শ্রমিক জনতা লীগ), মোস্তাক হোসেন রতন (জাতীয় পার্টি), সাদেক সিদ্দিকী (জাতীয় পার্টি-জেপি), মির্জা আবু সাঈদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এসএম আবু মোস্তফা (জাতীয় সমাজতান্ত্রিক দল), মোন্তাজ উদ্দিন (বাংলাদেশ জাকের পার্টি), আব্দুল লতিফ সিদ্দিকী, আবুল কাশেম ও বাকির হোসেন (স্বতন্ত্র)। 

 টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর) আসনে ছানোয়ার হোসেন (আওয়ামী লীগ), মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান ও ছাইদুল হক ছাদু (বিএনপি), মুরাদ সিদ্দিকী, আবুল কাশেম (স্বতন্ত্র), পীরজাদা শফিউল্লাহ আল মুনির (জাতীয় পার্টি), খন্দকার সানোয়ার হোসেন (ইসলামী আন্দোলন), সৈয়দ খালেকুজ্জামান মোস্তফা (বাংলাদেশ খেলাফত মজলিশ), হাবিবুর রহমান খোকা বীর প্রতিক (কৃষক শ্রমিক জনতা লীগ), আবু তাহের (ন্যাশনাল পিপলস পার্টি), শামীম আল মামুন (বিএনএফ)।

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আহসানুল ইসলাম টিটু (আওয়ামী লীগ), এডভোকেট গৌতম চক্রবর্তী ও নুর মোহাম্মদ খান (বিএনপি), আখিনুর মিয়া (ইসলামী আন্দোলন), এম আশরাফুল ইসলাম (স্বতন্ত্র), আনোয়ার হোসেন (বাংলাদেশ তরিকত ফেডারেশন), সুলতান মাহমুদ (বিএনএফ), মাসুকুল হক মুরাদ (ওয়ার্কার্স পার্টি), সৈয়দ নাভেদ হোসেন (জাসদ), মামুনুর রহমান (ন্যাশনাল পিপলস পার্টি), রবিউল আওয়াল (জাসদ সমাজতান্ত্রিক দল)।  

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে একাব্বর হোসেন (আ‘লীগ), আবুল কালাম আজাদ সিদ্দিকী ও সাঈদ সোহরাব (বিএনপি), সৈয়দ মজিবুর রহমান (খেলাফত মজলিশ), রুপা রায় চৌধুরী (প্রগতিশীল গণতান্ত্রিক দল), জহিরুল ইসলাম (জাতীয় পার্টি), গোলাম নওজব পাওয়ার চৌধুরী (ওয়ার্কার্স পার্টি), লিপি বেগম (কৃষক শ্রমিক জনতা লীগ) ও শাহিনুর ইসলাম (ইসলামী আন্দোলন)।

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে জোয়াহেরুল ইসলাম (আ‘লীগ), বঙ্গবীর কাদের সিদ্দিকী ও তার মেয়ে কুড়ি সিদ্দিকী, হাবিবুর রহমান তালুকদার খোকা (কৃষক শ্রমিক জনতা লীগ), কাজী আশরাফ সিদ্দিকী, রেজাউল করিম (জাতীয় পার্টি), মাওলানা আব্দুল লতিফ মিয়া (ইসলামী আন্দোলন), লিয়াকত আলী, শহিদুল ইসলাম (স্বতন্ত্র), শফি সরকার (ন্যাশনাল পিপলস পার্টি)।

এ সম্পর্কিত আরও খবর