নৌকার ২৮১, ধানের শীষের ৬৯৬ প্রার্থীর মনোনয়ন জমা

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 01:27:27

সারাদেশে ৩০০ আসনে আওয়ামী লীগ, বিএনপি, স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের তিন হাজার ৬৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ২৮১ জন, বিএনপির ধানের শীষ প্রতীকে ৬৯৬ জন, জাতীয় পার্টি ২৩৩ জন, স্বতন্ত্র প্রার্থী ৪৯৮ জন ও অন্যান্য রাজনৈতিক দল এক হাজার ৫৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বুধবার (২৮ নভেম্বর) নির্বাচন কমিশন কমিশন সূত্রে জানা যায়।

সচিব বলেন,  সারা দেশে প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছে ৩০৬৫ জন প্রার্থী। এর মধ্যে রংপুর বিভাগে ৩৬১টি , রাজশাহী ৩৫৩ টি, খুলানা-৩৫১ টি, বরিশাল ১৮২ টি, ময়মনসিংহ ২৩৬ টি, ঢাকা  ৭০৮, সিলেট ১৭৭ টি এবং  চট্টগ্রামে বিভাগে মানোয়ন ৬৮৮ টি  জমা দিয়েছেন । সব চেয়ে বেশি  মনোনয়ন আবেদন বেশি  ঢাকা-৮ আসনে ২২ টি । সব থেকে কম মাগুড়া -২ আসনে  ৪ টি।

এছাড়া অনলাইনে ৩৯টি মনোনয়ন জমা পড়েছে। এরমধ্যে ২৩টি মনোনয়ন যথাযথভাবে দাখিল হয়েছে।

সারাদেশের বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা প্রশাসক কার্যালয় ও রিটার্নিং অফিসের কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পযর্ন্ত মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

তফসিল অনুসারে, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো। ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১০ ডিসেম্বর।

 

এ সম্পর্কিত আরও খবর