৫ আসনে প্রার্থী নেই বিএনপি’র

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 15:36:29

আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন। এ নির্বাচনে ভোটযুদ্ধে লড়তে পাঁচটি আসন বাদে সবকটি আসনে মনোনীত প্রার্থী দিয়েছে বিরুধীদল বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) রাত ৮টায় সংবাদ সম্মেলনে নিবাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান। 

তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ২৬৪টি আসনে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ২৯৫টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। আর জাতীয় প্রার্থী দিয়েছে ২১০টি আসনে।’

নির্বাচন কমিশেনর নির্বাচন ব্যবস্থাপনা শাখা থেকে জানা গেছে, বিএনপি যে সকল আসনে প্রার্থী দেয়নি সে আসনগুলো হলো- টাঙ্গাইল-৮, মৌলভীবাজার-২, কুমিল্লা-৭, লক্ষ্মীপুর-৪ ও চট্টগ্রাম-১৪।

প্রসঙ্গত ২ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তা। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১০ ডিসেম্বর।

এ সম্পর্কিত আরও খবর