ইজতেমা ময়দানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 09:44:10

টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির আশঙ্কা প্রকাশ করে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম-সচিব ফরহাদ আহম্মদ খান স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, তাবলীগ জামাত বাংলাদেশ কর্তৃক দাখিলকৃত আবেদনে টঙ্গী ময়দানে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির আশঙ্কা এবং এই বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

সূত্র-১ এ উল্লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে মাননীয় নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের তারিখ অর্থাৎ ৩০ ডিসেম্বর ২০১৮ তারিখের পূর্বে এ ধরনের অনুষ্ঠান বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করছেন।

বর্ণিতাবস্থায়, উল্লেখিত নির্দেশনা অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় বিশ্ব ইজতেমা স্থগিত করারর সিদ্ধান্ত হয়। পরে আরেক সভায় তাবলীগ জমাতের কেন্দ্রীয় শুরা সদস্য দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতার জন্য ছয় সদস্যের একটি প্রতিনিধিদল শিগগিরই ভারতের দেওবন্দে যাবার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সম্পর্কিত আরও খবর