কর্মের সুযোগ দেয়া প্রার্থীকেই ভোট দেবে দৌলতপুরবাসী

বিবিধ, নির্বাচন

ঊর্মি মাহবুব, সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 14:04:05

দৌলতপুর, মানিকগঞ্জ থেকে: মানিকগঞ্জ-১ আসনের তিনটি উপজেলার একটি দৌলতপুর। লক্ষাধিক ভোটারের বসবাস এই দৌলতপুরে। কিন্তু শিল্প বাণিজ্যে পিছিয়ে রয়েছে এই উপজেলাটি। আর সে কারণে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে প্রার্থী শিল্প-কলকারখানা প্রতিষ্ঠান তৈরি করে কর্মসংস্থান বৃদ্ধি করবে তার পক্ষেই ভোট দেবে দৌলতপুরবাসী।

শনিবার (১ ডিসেম্বর) সরেজমিনে দৌলতপুরের ভোটারদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

চায়ের কাপে চুমুক দিতে দিতে শিকিম আলী বলেন, ‘শুধু কৃষিকাজ করে পুরো বছরের খরচ চালানো কঠিন। এছাড়া আমাদের তেমন কিছু করারও নেই। তাই দেশের অন্য স্থানগুলোর মতো আমাদের শিল্পকারখানা থাকলে আমরা সেখানে কাজ করতে পারতাম। আমাদের সন্তানদের ভবিষ্যত নিশ্চিত হতো। তাদের কাজের খোঁজে ঢাকায় যেতে হতো না। এলাকার মানুষের উন্নয়ন হতো।’

দৌলতপুরের ভোটার আবদুর রহমান বলেন, ‘আয় হলে মানুষে নিরাপত্তাও বাড়ে। কাজ থাকলে মানুষ চুরি, ডাকাতি করত না। আমরা আমাদের এলাকায় শিল্প-কারখানার জন্য অনেক আগে থেকে দাবি করে আসছি। তাই এবার যে প্রার্থী আমাদের এলাকাতে শিল্প-কারখানা গড়ে তুলতে পারবেন তাকে আমরা ভোট দেব।’

এদিকে দৌলতপুর এলাকার চায়ের দোকানগুলোতে ইতোমধ্যেই জমে উঠেছে নির্বাচনী আলোচনা। কেউবা আবার এরই মধ্যে বলছেন এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নতি করার কথা। কেউবা আবার তুলছেন নিরাপত্তার বিষয়। আগামীর সরকারের কাছে দৌলতপুরবাসীর চাওয়া এমনই।

দৌলতপুরের চকমিরপুরের মেম্বার টুনা মিয়া বলেন, ‘এখানে মানুষের কর্মসংস্থানের চাহিদা রয়েছে। আর যারা জনগণের চাহিদা মেটাবে ভোটতো তারাই পাবে। তবে আওয়ামী লীগ এরই মধ্যে দৌলতপুরকে শিল্পে উন্নত করতে কাজ করছে। আশা করছি আওয়ামী লীগের পক্ষেই ভোট দেবে দৌলতপুরের সাধারণ ভোটাররা।’

মানিকগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি নাইমুর রহমান দুর্জয়। অন্যদিকে মনোনয়নপত্র দাখিল করেছেন মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি খোন্দকার আবদুল হামিদ, দৌলতপুর উপজেলার তোজাম্মেল হক তোজা, এস এ কবীর জিন্নাহ।

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই হবে। এরপর ৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা সময় পাবেন মনোনয়নপত্র প্রত্যাহার করার। ১০ ডিসেম্বর দেওয়া হবে প্রতীক বরাদ্দ।

এ সম্পর্কিত আরও খবর