সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় বাড়ছে: সালাউদ্দিন পত্নী

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 21:50:22

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সংশয় বাড়ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ।

রোববার (২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউজে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ মন্তব্য করেন তিনি।

সালাউদ্দিন পত্নী হাসিনা আহমেদ বলেন, ‘আজ মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা প্রাথমিকভাবে গৃহীত করেছেন। আশা করি আমার সবকিছু ঠিকঠাক থাকবে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকরা আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে। যা কখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির পক্ষে নয়। তাই সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রতিনিয়ত সংশয় বাড়ছে।’

তিনি বলেন, ‘মনোনয়ন গৃহীত হওয়ার পর কোনো প্রচারণায় অংশ নেব না। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার কাজ করব। ভোটাররা যদি সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে বিএনপির পক্ষে বিজয় অনিবার্য।’

জানা গেছে, ২০০৮ সালের নির্বাচনে স্বামী সালাউদ্দিন আহমেদের পরিবর্তে হাসিনা আহমেদ নির্বাচন করেন। সে সময় বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। সেই নির্বাচনের আলোর দেখা মিলেছে এবারো। তবে আগামী ৩০ ডিসেম্বর বোঝা যাবে কারা পড়ছে বিজয়ের মালা।

এদিকে সকাল থেকে শুরু হয়েছে জেলার ৪টি আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া। যা চলবে বিকেল পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠানে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. কামাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল আফসার, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমদসহ সকল সহকারী রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর