জাপা মহাসচিবের মনোনয়নপত্র বাতিল

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 08:45:50

ঋণ খেলাপি হওয়ায় পটুয়াখালী-১ আসনের প্রার্থী জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং অফিসার।

রোববার (২ ডিসেম্বর) বিকেল ৪টায় পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে মনোনয়নপত্র বাছাই করা হয়। এ সময় জাপা মহাসচিবের মনোনয়নপত্র বাতিল করা হয়।

পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. মতিউল ইসলাম চৌধুরী জানান, সোস্যাল ইসলামী ব্যাংক ঢাকার গুলশান শাখায় ঋণ খেলাপি হওয়ায় রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বাতিল করা হয়েছে।

এর আগে রোববার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত পটুয়াখালী-১ আসনের মনোনয়নপত্র বাছাই এর সময় নির্ধারিত থাকলেও রুহুল আমিন হাওলাদারের আইনজীবী বিকেল ৪টায় তা বাছাই করার আবেদন জানান। এ কারণে বিকেল ৪টায় রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বাছাই অনুষ্ঠিত হয়।

এ সম্পর্কিত আরও খবর