খুলনায় ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৪৭

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 14:50:41

খুলনার ৬টি আসনে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। খুলনা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শফিকুল আলম, স্বতন্ত্র প্রার্থী সুব্রত কুমার বাইন, আব্দুল কাদের ও খুলনা-২ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এরশাদুজ্জামান ডলারের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

রোববার (২ ডিসেম্বর) সকাল থেকেই খুলনার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নেতৃত্বে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। সকালে খুলনা-১, ২ ও ৩ আসনের মনোনয়ন যাচাই-বাছাই হয় ও দুপুরের পরে খুলনা-৪, ৫ ও ৬ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়।

খুলনা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল আলম মনার ঋণখেলাপি থাকায়, স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদেরের সমর্থিত ভোটারদের নামের তালিকায় গরমিল, স্বতন্ত্র প্রার্থী সুব্রত কুমার বাইন সমর্থিত ভোটারদের নামের তালিকায় গরমিল ও খুলনা-২ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর প্রস্তাবকের ভোটার অন্য আসনের হওয়ায় তাদের প্রার্থিতা বাতিল করা হয়। তবে, আগামী ৩ দিনের ভেতরে তারা সবাই আপিল করতে পারবেন নির্বাচন কমিশনে।

এছাড়া খুলনা-১, ২, ৩, ৪, ৫ ও ৬ আসনের বাকি ৪৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এ সম্পর্কিত আরও খবর