মির্জা ফখরুলের জাল স্বাক্ষর, মনোনয়ন বাতিল

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 21:47:51

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর জালের অভিযোগে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের প্রার্থী আবু বকর সিদ্দিকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বাতিল করেন।

তবে এ নিয়ে আপিল আবেদন করতে পারবেন তিনি। তিনদিনের মধ্যে আপিল করে তার দলীয় মনোনয়নের প্রত্যায়নপত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর রয়েছে তা প্রমাণ করতে হবে।

এ ছাড়াও এ আসনে বিএনপির আরেক প্রার্থী নামিদ মোস্তফার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঋণ খেলাপি ও ১০ মামলার তথ্য গোপন করার কারণে তার মনোনয়নপত্র বাতিল করে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এসএম আব্দুল কাদের।

এ আসন মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে চারজন বিএনপির। দলটির অপর দুই প্রার্থী জেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম মন্ডল ও বিএনপি নেত্রী মাহমুদা হাবিবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রিটার্নিং অফিসার।

এ সম্পর্কিত আরও খবর