নির্বাচন নিয়ে কী ভাবছেন তরুণরা?

বিবিধ, নির্বাচন

হাদিদ মোহাম্মদ জাবীর | 2023-08-10 09:44:44

দরজায় কড়া নাড়ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের বাকি আর কয়েকদিন। এরই মধ্যে শুরু হয়ে গেছে ক্ষণ গণনা। নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ-বিএনপিসহ সব রাজনৈতিক দল মাঠে। ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ভোটাররাও ভোট দিতে প্রস্তুত আছেন। পুরাতন ভোটারদের সাথে এবার যুক্ত হয়েছেন নতুন ভোটার। যা সংখ্যায় প্রায় আড়াই কোটি। তাদের বড় অংশই বয়সে তরুণ এবং প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্য মতে, একাদশ সংসদ নির্বাচনে মোট ১০ কোটি ৪৪ লাখ ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর মধ্যে তরুণ ভোটারের সংখ্যা চার কোটি ২০ লাখ। যাদের বয়স প্রায় ১৮-৩৫ বছরের মধ্যে। আর বয়সসীমা ১৮-৪০ বছর ধরা হলে মোট ভোটারের অর্ধেকেরও বেশি তরুণ ও যুব সমাজ। আর তাই বিভিন্ন রাজনৈতিক দলগুলো তরুণ ভোটারদের টানতে নানা প্রতিশ্রুতি দিচ্ছে।

তবে সংসদ নির্বাচন নিয়ে কী ভাবছেন তরুণ ভোটাররা? নির্বাচন সুষ্ঠু হবে কি না? কেমন হবে তাদের পছন্দের প্রার্থী? তারা কী চাচ্ছেন? নির্বাচন নিয়ে তাদের আশা, ভরসা, তরুণ নেতৃত্বের প্রতি তাদের আগ্রহ কেমন?  এমন অনেক বিষয় নিয়ে বার্তা২৪ এর সাথে কথা বলেছেন ঢাকা বিশ্বদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সিহাব মাহমুদ বলেন, ‘নির্বাচনের আগে সবাই তো প্রতিশ্রুতি দেয়। কিন্তু পরে তা বাস্তবায়ন করে না। তাই তাদের কাছে চাওয়ার কিছুই দেখছি না। যেহেতু ভোট দিতে হবে, তাই আমি তুলনামূলক সৎ প্রার্থী বেছে নেব, যাতে আমার এলাকায় একটু হলেও উন্নয়ন হয়।’

অনেক তরুণ রাজনীতিতে আসছেন, তারা কি সুস্থ রাজনীতির পরিবেশ তৈরি করতে পারবেন- এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তরুণদের রাজনীতিতে আসা প্রয়োজন। দেশের ক্রান্তিকালে তারাই তো হাল ধরেছে। কিন্তু তাদের সৎ থাকতে হবে, প্রবীণদের পথে হাঁটলে চলবে না। মেরিন অ্যান্ড ফিশারিজ বিভাগের মাস্টার্সের ছাত্রী ইসরাত জাহান বলেন, ‘আমি যেহেতু মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তাই আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতায় দেখতে চাই। এক সময় দেশের এই সূর্য সন্তানরা অবহেলিত ছিল। সেই অবস্থা আবার ফিরে আসুক, সেটা আমি চাই না।’

তরুণ সেলিব্রেটিরা প্রার্থী হয়েছেন, তারা কী রাজনীতিতে পেরে উঠবেন- এমন প্রশ্নের জবাবে সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রিয়াজ রহমান বলেন, ‘সেলিব্রেটি প্রার্থীরা তৃণমূল থেকে উঠে আসেননি। তারা কিভাবে দেশ পরিচালনা করবেন? তাদের উচিত ছিল মাঠে কিছুদিন রাজনীতি করা।’

দেশের বর্তমান নির্বাচনী পরিবেশ সম্পর্কে তিনি বলেন, ‘শেষ সময় পর্যন্ত নির্বাচনের পরিবেশ বজায় থাকবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। তবে সরকার নিরপেক্ষ থাকলে নির্বাচনী পরিবেশ বজায় রাখা সম্ভব।’

এ সম্পর্কিত আরও খবর