সরকার চায় রাগ করে নির্বাচন থেকে সরে যাই: মান্না

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-10 05:05:34

ঐক্যফ্রন্ট নির্বাচনে যাবে। সরকার ক্ষমতায় টিকে থাকার যতই নীল নকশা করুক না কেন, ঐক্যফ্রন্ট নির্বাচনে লড়াই করবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে 'বর্তমান নির্বাচন পরিস্থিতি এবং নির্বাচনী এলাকা' শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

লিখিত বক্তব্যে মান্না বলেন, ‘সরকার এবং নির্বাচন কমিশন একাকার হয়ে একটি নীল নকশার নির্বাচন করে আবার ক্ষমতায় যেতে চাইছে। দেশের নির্বাচন পরিস্থিতি এখন এমন যেখানে সবদলের সমান সুযোগ বা লেবেল প্লেইং ফিল্ডের ধারে কাছেও নেই। বিরোধী দলকে সর্বোচ্চ চাপে রেখে একতরফা নির্বাচন করার নীল নকশায় সরকার এগিয়ে চলছে। অন্যদিকে, অত্যন্ত হতাশাজনক ভাবে নির্বাচন কমিশন তা বাস্তবায়নে পূর্ণ সহযোগিতা করে যাচ্ছে।’

এসময় পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্য করে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম এ নেতা বলেন, ‘পুলিশ বর্তমানে বিরোধী দলের নেতাকর্মীদের যে হয়রানি করছে তা এই মুহূর্তে সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। যদি তারা তা না করে তাহলে পক্ষপাতদুষ্ট আচরণের ফলে সুষ্ঠু নির্বাচনের পথে বাধা তৈরি হবে। এতে সামাজিক অস্থিরতা সৃষ্টি হবে তার সম্পূর্ণ দায়-দায়িত্ব প্রশাসন এবং পুলিশকেই নিতে হবে।’ 

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনটাকে আমরা লড়াই মনে করছি। শেষ পর্যন্ত লড়াই করবো, জনগণ আমাদের সাথে আছে। আমরা জিতবো আশা করি। মাঠে লড়াই করবে যারা তারা আছে। সব জায়গায় হয়তো একই রকম নেই। আমার এলাকা শিবগঞ্জে জনগণ মাঠে আছে। বগুড়ার বহু জায়গায় পাবেন। কিন্তু কোনো কোনো এলাকায় নেতাকর্মীরা ঢুকলেই পুলিশ গ্রেফতার করছে। আমরা সেসব ক্ষেত্রে বিকল্প পদ্ধতি অবলম্বন করেছি। যেভাবেই হোক নির্বাচনে যাবো। বিষয়টা এমন নয় যে রাগ করে নির্বাচন থেকে সরে যাব। যেটা সরকার চায়। আমরা যদি দিনে যেতে না পারি রাতে যাব। আমরা যদি এই রাস্তা দিয়ে যেতে না পারি অন্য রাস্তা দিয়ে যাব। কিন্তু নির্বাচনে যাব। মানে লড়াইটা ছাড়ছি না।’

তিনি বলেন, ‘মার্কা বের হওয়ার পর আমরা আনুষ্ঠানিক ভাবে প্রচার করার অনুমতি পাব। তখন সারা দেশে বাধা দিয়ে আটকাতে পারবে না। এটা আমাদের বিশ্বাস।’

 

সংবাদ সম্মেলন সময় আরও উপস্থিত ছিলেন, শিবগঞ্জ থানা বিএনপির সভাপতি শাহে আলম, নাগরিক ঐক্যের জেলা আইন বিষয়ক সম্পাদক আবদুল বাসেত, কেন্দ্রীয় কমিটির সদস্য ফজলুল হক সরকার, শহীদুল্লা কায়সার, নজরুল ইসলাম, রবিউল ইসলাম খান প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর