প্রার্থিতা ফিরে পেতে দ্বিতীয় দিনে ২৩৪ জনের আপিল

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 00:36:44

একাদশ সংসদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশনে (ইসি) বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র ২৩৪ প্রার্থী আপিল করেছেন।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত আপিল গ্রহণ করা হয়। ২৩৪ জনের মধ্যে রংপুর বিভাগের ২৭টি, রাজশাহীর ২২টি, ঢাকার ৬৮টি, বরিশালের ১২টি, সিলেটের ১৫টি, ময়মনসিংহের ১৬টি, খুলনার ১৮টি ও চট্টগ্রাম বিভাগের ৫৬টি আপিল জমা পড়েছে।

এছাড়াও বগুড়া-৪ আসনে বিএনপি’র প্রার্থী হাফিজুর রহমান দলটির আরেক প্রার্থী আক্তারুজ্জামানের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল করেছেন।

আপিলকারীদের মধ্যে রয়েছেন নাটোর-২ আসনে বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাতীয় পাটির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, নেত্রকোনা-১ আসনের সাবেক সাংসদ এমএ করিম আব্বাসী, জাপার প্রেসিডিয়াম সদস্য সোহেল রানা, মেজর অব. মনজুর কাদের প্রমুখ।

এদিকে মঙ্গলবার প্রার্থীদের আপিল গ্রহণ করা আট বিভাগের ডেস্কগুলো পরিদর্শন করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আপিলকারীদের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ করা হবে না।’

তিনি বলেন, ‘যা কিছু করব, আইনানুগভাবেই করতে হবে। কারো প্রতি পক্ষপাতিত্ব অবশ্যই দেখাব না। প্রতিটি কেসেরই (আপিল) মেরিট দেখব। আমি মনে করি, ইসি সব ব্যাপারেই নিরপেক্ষ ভূমিকা পালন করবে।’

মাহবুব তালুকদার বলেন, ‘কোনো কোনো ক্ষেত্রে একজন সাজাপ্রাপ্ত হন, পরে আবার তিনি খালাসও পান। সেক্ষেত্রে ন্যায়বিচার বিষয়টি পুরোপুরি আপেক্ষিক। কোনটা ন্যায়বিচার আর কোনো ন্যায়বিচার নয়, সেটার বিচারক তো আমি নই।’

উদ্দেশ্যমূলকভাবে মনোনয়ন বাতিল করা হয়েছে কিনা এবং আপিলে কমিশন নিরপেক্ষতার পরিচয় দেবে কিনা – এমন প্রশ্নের জবাবে মাহবুব তালুকদার বলেন, ‘এ ব্যাপারে আমার এককভাবে কোনো বক্তব্য দেওয়ার কথা নয়। এভাবে বলে তো আর লাভ হবে না। যারা আপিল করেছেন বা করছেন, শুনানিতে তারা তাদের তথ্যগুলো উপস্থাপন করবেন। এ বিষয়ে ব্যক্তিগত কোনো অভিমত আমার নাই।’

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের প্রার্থী হাজি সেলিম ও পঙ্কজ দেবনাথ নির্বাচন করতে পারবেন কিনা জানতে চাইলে এই কমিশনার বলেন, ‘এসব অভিযোগের প্রশ্নের উত্তর আমি এই মুহূর্তে দিতে পারি না।’

এর আগে সোমবার মনোনয়নপত্রের বৈধতা পেতে ইসিতে সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া, সাবেক মন্ত্রী মীর নাছির, সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনি, হিরো আলমসহ ৮৪ প্রার্থী আপিল করেছিলেন।

এ সম্পর্কিত আরও খবর