'জনগণ আমাকে সৈয়দ আশরাফের বিকল্প প্রার্থী মনে করে’

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 15:57:10

‘আমি রণাঙ্গণের মুক্তিযোদ্ধা ও পঁচাত্তরে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের প্রথম প্রতিবাদকারীদের একজন। একাত্তরের চেতনায় অসাম্প্রদায়িকতা ও ধর্মনিরপেক্ষতার পক্ষে মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে জীবনভর সংগ্রাম করে চলেছি। রাজনীতি ও নির্বাচন আমার কাছে আদর্শের লড়াই।’

কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) সংসদীয় আসনে ১৪ দলের মনোনয়নপ্রত্যাশী গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাড. ভূপেন্দ্র ভৌমিক দোলন চলমান নির্বাচন প্রক্রিয়ায় নিজের অবস্থান এভাবে তুলে ধরেন।

বার্তা২৪কে ভূপেন্দ্র ভৌমিক বলেন, ‘৭০ বছরের জীবনের পুরোটা সময়ই কাটিয়েছি কিশোরগঞ্জ-হোসেনপুরের মাটি ও মানুষের সান্নিধ্যে। মুক্তিযুদ্ধের সপক্ষের সর্বজ্যেষ্ঠ নেতা হিসেবে জনগণ আমাকে নির্বাচনের মাঠে যে সমর্থন ও ভালোবাসা জানিয়েছেন, তার মূল্য রক্ষার্থে আমি সর্বশক্তি ব্যয় করবো।’

তিনি বলেন, ‘জনগণ আমাকে সৈয়দ আশরাফের বিকল্প প্রার্থী মনে করে। সৈয়দ আশরাফ অসুস্থ হলে তাঁর শূন্যস্থান পূরণ করার জন্য সিনিয়র ও আদর্শিক রাজনীতিবিদ হিসেবে আমাকে নির্বাচন করার জন্য জনগণের পক্ষ থেকে দাবি উত্থাপিত হয়।’

তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির ঐক্য ও সংহতির স্বার্থে আমি অতীতের মতো এবারও মনে করি যে কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ তথা ১৪ দলের যোগ্যতম প্রার্থী সৈয়দ আশরাফ। কিন্তু ঘটনাচক্রে মনে হচ্ছে বিএনপি-জামাত জোট সৈয়দ আশরাফের মনোনয়ন বাতিলের চেষ্টা করছে এবং অসুস্থ অবস্থায় মনোনয়নপত্রে তার স্বাক্ষরের বিষয়টিকে ইস্যু বানিয়েছে।’

দলের পক্ষ থেকে মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে ভূপেন্দ্র ভৌমিক বলেন, ‘কিশোরগঞ্জ-১ আসনে নির্বাচন ঘিরে নানা মেরুকরণ তৈরি হয়েছে। আমার দল বিষয়টি নিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব ও ১৪ দলীয় জোটে কথা বলেছে। ফলে জোট ও দলের পক্ষ থেকে আমাকে নির্বাচনের মাঠে তৎপর থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে জোটের স্বার্থে আমাকে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিতে হতে পারে।’

তিনি বলেন, ‘আমি কোনও অবস্থাতেই স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী-জঙ্গিবাদী অপশক্তিকে খালি মাঠে গোল করতে দেবো না। তাই বৃহত্তর রাজনৈতিক প্রয়োজনে শেষ পর্যন্ত আমাকে নির্বাচনের মাঠে সদা সক্রিয় থাকতে হচ্ছে। মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির স্বার্থে আমি আসন্ন নির্বাচনে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে বদ্ধপরিকর।’

এ সম্পর্কিত আরও খবর