সুষ্ঠু নির্বাচন নিয়ে কিছু সমস্যা আছে: এইচ টি ইমাম

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 01:13:35

বিদেশি কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, ‘একাদশ সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি, সুষ্ঠু নির্বাচন নিয়ে কিছু বিষয়ে সমস্যা আছে, তা সমাধানের জন্য চেষ্টা করছি।’

সোমবার (৫ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে আসন্ন একাদশ সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে রুদ্ধদ্বার মতবিনিময় করেছেন বিদেশি কুটনীতিকরা। আইআইডি ও এনডিআইয়ের যৌথ উদ্যোগে এ সময় সভায় অস্ট্রেলিয়া কানাডা, সুইডেন, নরওয়ে ও জাপানের কুটনীতিকরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিভিন্ন দলের নেতারা সাংবাদিকদের সাথে কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশে লেভেল প্লেয়িং ফিল্ড না হওয়া সত্ত্বেও নির্বাচনে এসেছি। আসার পর দেখছি, আমাদের জার্নি হচ্ছে লং হিল জার্নি, আমরা আরো নিচের দিকে যাচ্ছি। আশা করি, নির্বাচনের বাকি দিনগুলোতে নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবে।’ 

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দীপু মনি বলেন, ‘নির্বাচনটা কিভাবে আরো ভালো করা যায় সেই নিয়ে আলোচনা হয়েছে। গত ১০ বছরে ও তার আগে ২০০৭-৮ সালেও নির্বাচনী পুরো প্রকিয়ায় যে ধরনের সংস্কার করা হয়েছে যা প্রত্যেকটির উদ্যোগ ছিলো আওয়ামী লীগের। আজকে একটা সিস্টেম দাঁড়িয়েছে, যার মাধ্যমে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব।’

নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুরশিদ বলেন, ‘সরকারের যারা প্রতিনিধি ছিলেন, তারা যথেষ্ট খোলাশাভাবে তাদের বোধগুলো পেশ করেছেন। এই ধরনের আলোচনা সবার মধ্যে সম্পর্ক তৈরি করবে, টেনশন ও অস্থিরতা কমাবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, বিএনপির নেতা রিয়াজ রহমান, বিকল্পধারার নেতা শমসের মবিন চৌধুরী, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বদিউল আলম মজমুদার এবং দেশি বিদেশি নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

এ সম্পর্কিত আরও খবর