দুই আসনে শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী ১০

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-18 13:39:31

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আসন দু’টি হলো- গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬।

এই দুই আসনে শেখ হাসিনাকে লড়তে হবে স্বতন্ত্র ও বিভিন্ন দলের ১০ জন প্রার্থীর বিরুদ্ধে। যদিও এই দুই আসনে এর আগে নির্বাচন করে একাধিকবার জয়ী হয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪ প্রার্থী। এখানে শেখ হাসিনা ছাড়া আরও ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাইয়ে ২ জনের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। বৈধ প্রার্থীর তালিকায় রয়েছেন- আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, বিএনপির এস এম আফজাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মারুফ শেখ, স্বতন্ত্র প্রার্থী মো. এনামুল হক ও মো. উজীর ফকির। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন বিএনপির অপর প্রার্থী এস এম জিলানী ও জাতীয় পার্টির এ জেড অপু শেখ।

রংপুর-৬ আসনে শেখ হাসিনার বিপরীতে বৈধ প্রার্থী হিসেবে আছেন আওয়ামী লীগ থেকে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বিএনপির মো. খলিলুর রহমান ও মো. সাইফুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. কামরুজ্জামান, ন্যাশনাল পিপলস পার্টির মো. হুমায়ূন ইজাজ ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট্রের (বিএনএফ) এ জি এম মাসুদ সরকার মজনু। যাচাই বাছাইয়ে বাদ পড়েন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. বেলাল হোসেন।

এ দিকে গত কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জানিয়ে প্রচারণা চালানো হচ্ছিল।

এ বিষয়ে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এম বদরুল আলম বদর বলেন, গোপালগঞ্জ-৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নির্বাচিত- এটি মিথ্যা, ভুয়া ও বানোয়াট খবর। এখানে এখনও ৪ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। এমন উদ্ভট প্রচারণা কারা, কোন উদ্দেশ্যে চালাচ্ছে জানি না?

এ সম্পর্কিত আরও খবর