ইশতেহারে নাগরিক প্রত্যাশার প্রতিফলন চাইলো সুজন

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-12 10:57:31

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে আগামী সপ্তাহেই রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করতে যাচ্ছে। তাই বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর কাছে নাগরিক প্রত্যাশা তুলে ধরার জন্য এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকালে রাজধানীর প্রেসক্লাবে আয়োজিত ‘নির্বাচনী ইশতেহার : নাগরিক প্রত্যাশা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।

সম্মেলনে সুজনের সভাপতি ডা: বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনে ইশতেহার হলো দলের সাথে নাগরিকদের অলিখিত চুক্তি। যেখানে সাধারণ নাগরিকদের আশা-প্রত্যাশা প্রতিফলন থাকে। এর মাধ্যমে দলগুলো ক্ষমতায় গিয়ে কি করবে তার একটি আভাস পাওয়া যায়।

এ সময় নির্বাচন কমিশনে নিয়োগের ক্ষেত্রে আইন প্রণয়নের জন্য আবেদন জানানো হয়।

পরে আট দফা দাবি জানিয়ে লিখিত প্রবন্ধ পাঠ করেন, সুজনের কেন্দীয় কমিটির সদস্য দিলিপ কুমার রায়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের সদস্য এম হাফিজ উদ্দিন আহমেদ, বেলার সভাপতি সৈয়দা রেজওয়ানা হাসান।

এ সম্পর্কিত আরও খবর