আপিলেও পরাজিত মীর নাছির ও তার ছেলে

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 15:52:45

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে নির্বাচন কমিশনে আপিল করেও প্রার্থীতা ফিরে পেলেন না বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী মীর মো. নাছির উদ্দিন ও তার ছেলে অ্যাডভোকেট হেলাল উদ্দীন।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) নির্বাচন কমিশনের কার্যালয়ে তাদের আপিল বাতিল বলে ঘোষণা দেওয়া হয়েছে বলে জানান মীর নাছিরের ছেলে অ্যাডভোকেট মীর হেলাল।

তিনি বার্তা২৪.কমকে জানান, সাজা স্থগিতাদেশের কপি জমা দেওয়ার পরও ইসি মনোনয়নপত্র সিদ্ধান্তে অটল। তারা আমাদের পক্ষের কথাগুলো শুনতে অপারগ ছিলেন, আমরা হাইকোর্টে যাব।

এর আগে ২ ডিসেম্বর দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুদকের একটি মামলায় মীর নাছির ও তার পুত্র অ্যাডভোকেট মীর হেলালের মনোনয়ন বাতিল করেছিল জেলা রির্টানিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার আব্দুল মান্না।

এ সম্পর্কিত আরও খবর