আপিল করেও বৈধ হলো না দুলু, এখন ভরসা হাইকোর্ট

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-10 01:12:28

মনোনয়ন বাছাইয়ে প্রার্থিতা বাতিলের পর নির্বাচন কমিশনের আপিল  শুনানিতে এসেও বৈধতা পেলো না আদালতের সাজাপ্রাপ্ত আসামি নাটোর-২ আসনে বিএনপির প্রার্থী এবং দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) নির্বাচন কমিশনের অস্থায়ী এজলাসে এ বাতিলের আদেশ দেয় নির্বাচন কমিশন।

বাতিলের আদেশের আগে দুলু এবং তার আইনজীবী মনোনয়ন বৈধ করার পক্ষে যুক্তি উপস্থাপন করেন। কিন্তু তাদের যুক্তিতে সন্তুষ্ট হতে পারেনি ইসির অস্থায়ী এজলাস।

যুক্তিতর্কে দুলু বলেন, 'বাবর, হাজী সেলিম তাদের স্টে অর্ডার ছিল তারাও নির্বাচন করেছে এবং করছে। তাহলে আমার সমস্যা কোথায় মাননীয় কমিশনার মহোদয়'। মাননীয় কমিশনার মহোদয়, মনোনয়ন বাতিল হওয়ার কথা শুনে আমার প্রতিপক্ষরা এলাকায় মিষ্টি বিতরণ করেছে। তারা ষড়যন্ত্র করে আমার এ অবস্থা করেছে'। অন্যদিকে মনোনয়ন বাতিল হওয়ার কথা শুনে আমার একালাবাসী কান্না করছে। তাদের কথা চিন্তা করে হলেও আমার আপিল দয়া করে মঞ্জুর করেন'।

দুলু ও তার আইনজীবীর যুক্তিতর্ক শোনার পর ইসির অস্থায়ী এজলাস থেকে বলা হয়, আমরা আপনার আপিলটি মঞ্জুর করতে পারছি না। আপনাদের জন্য হাইকোর্টের দরজা খোলা আছে।

 

এ সম্পর্কিত আরও খবর