প্রার্থিতার বৈধতা পেলো রেজা কিবরিয়া

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-11 10:25:57

হবিগঞ্জ-১ আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী রেজা কিবরিয়ার মনোনয়ন পত্র বাতিলের বিপরীতে করা আপিল মঞ্জুর করেছেন নির্বাচন কমিশন।

শুক্রবার (৭ ডিসেম্বর) ইসির অস্থায়ী এজলাসে আপিলের শুনানি শেষে রেজা কিবরিয়ার মনোনয়নপত্রের বৈধতা দেয় ইসি।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে হবিগঞ্জের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ ঋণ খেলাপির অভিযোগে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে এমপি প্রার্থী সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়ার মনোনয়ন বাতিল করেছিলেন।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে ২ ডিসেম্বর। সারা দেশ থেকে এই বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া প্রার্থীদের মধ্যে ৫৪৩ জন্য তাদের প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন।

প্রার্থীদের জন্য নির্বাচন কমিশন ৩ দিন বরাদ্দ করে আপিল শুনানির জন্য। শুক্রবার (৭ ডিসেম্বর) দ্বিতীয় দিনের মতো শুনানি শুরু হয়েছে। ইসির অস্থায়ী এজলাসে পর্যায়ক্রমে আপিল নং ১৬১ থেকে ৩১০ পর্যন্ত শুনানি করা হবে।

এ সম্পর্কিত আরও খবর