আপিলে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির আরও ২১ জন

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 01:48:39

একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নয়পত্র বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে শুনানির দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন বিএনপির আরও ২১ জন।

অপরদিকে দলটির চারজন প্রার্থীর আপিল নাকচ হয়েছে। আর আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একজন প্রার্থী।

শুক্রবার (০৭ ডিসেম্বর) আপিল শুনানির দ্বিতীয় দিনের কার্যক্রম পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশন দ্বিতীয় দিনের মতো আপিলল শুনানি করেন। এতে আপিল আবেদনকারীদের মধ্যে ১৬১ থেকে ৩১০ ক্রমিক পর্যন্ত আবেদন নিষ্পত্তি হয়।

আপিলে প্রার্থিতা ফিরে পাওয়া বিএনপির প্রার্থী হলেন- ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের মোহাম্মদ জিয়া উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের মো. মুসলিম উদ্দিন, চট্টগ্রাম-৭ এর মো. আবু আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া-৬ এর আবদুল খালেক, বরগুনা-১ আসনের মো. মতিয়ার রহমান তালুকদার, ভোলা-১ আসনের গোলাম নবী আলমগীর, পটুয়াখালী-২ আসনের মো. শহিদুল আলম তালুকদার, ঢাকা-১৬ আসনের আলহাজ্ব এ কে এম মোয়াজ্জেম হোসেন, কিশোরগঞ্জ-১ আসনের খালেদ সাইফুল্লাহ সোহেন খান, মানিকগঞ্জ-২ আসনের মঈনুল ইসলাম খান, মুন্সীগঞ্জ-১ আসনের মোহাম্মদ আব্দুল্লাহ, মাদারীপুর-১ আসনের নাদিরা আক্তার, ঢাকা-১ আসনের ফাহিমা হুসাইন জুবলী, কিশোরগঞ্জ-৩ আসনের সাইফুল ইসলাম সুমন, মৌলভীবাজার-১ আসনের এবাদুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ-৪ আসনের দেওয়ান জয়নুল জাকেরীন, টাঙ্গাইল-৬ আসনের নূর মোহাম্মদ খান, শরীয়তপুর-১ আসনের সবদার এ কে এম নাসির উদ্দিন, নেত্রকোনা-৫ আসনের আবু তাহের তালুকদার, নারায়নগঞ্জ-৪ আসনের মো. মামুন মাহমুদ ও জামালপুর-১ আসনের রাশিদুজ্জামান মিল্লাত।

বিএনপির যেসব প্রার্থীর আপিল বাতিল হয়েছে তারা হলেন- চট্টগ্রাম-৬ আসনের সামির কাদের চৌধুরী, ফেনী-৩ আসনের মো. আবদুল লতিফ জনি, কিশোরগঞ্জ-৪ আসনের সুরঞ্জন ঘোষ ও সুনামগঞ্জ-১ আসনের কামরুজ্জামান কামরুল।

তবে কুড়িগ্রাম-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ জাকির হোসেনের আপিল গৃহীত হলেও নেত্রকোনা-১ আসনের মোহাম্মদ এরশাদুর রহমানেরর আপিল গৃহীত হয়নি।

এ সম্পর্কিত আরও খবর