খালেদার প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল স্থগিত

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 05:08:16

আসন্ন একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৬, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে বিএনপি’র প্রার্থী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিলের আবেদন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তীতে পুনর্বিবেচনা করে রায় দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।

শনিবার (৮ ডিসেম্বর) বেলা পৌনে ১টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে আপিলের ৩১০ নম্বর ক্রমিক থেকে শুনানি শুরু হয়। খালেদার আপিলের শুনানি এই তালিকায় ৩৮৬ নম্বরে ফেনী-১, ৪৪১ নম্বরে বগুড়া-৬ ও ৪৭৯ নম্বরে বগুড়া-৭ আসনের শুনানি হওয়ার কথা থাকলেও পরে একই সঙ্গে তিনটি আপিলের শুনানি হয়।

শুনানিতে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী এবং ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

এর আগে গত বুধবার (৫ ডিসেম্বর) নির্বাচন কমিশনে খালেদার পক্ষে আপিল করেন তার আইনজীবিরা। ফেনী-১ আসনে কায়সার কামাল, বগুড়া-৬ আসনে নওশাদ জমির ও বগুড়া-৭ আসনে মাসুদ আহমেদ তালুকদার এসব আবেদন জমা দেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আজ শনিবার বিকালে খালেদা জিয়ার আপিল আবেদনের সিদ্ধান্ত দেওয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর