প্রার্থিতা ফিরে পেলেন আফরোজা আব্বাস

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-10 18:36:33

রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বাতিল হওয়া ঢাকা-৯ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (৮ ডিসেম্বর) ইসির অস্থায়ী এজলাসে আপিলের শুনানি শেষে আফরোজা আব্বাসের মনোনয়ন বহালের আদেশ দেওয়া হয়।

এর আগে শুক্রবার আফরোজা আব্বাসের আপিলের শুনানি স্থগিত রেখেছিল নির্বাচন কমিশনের অস্থায়ী এজলাস।

গত ২ ডিসেম্বর ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র বাছাইকালে ঋণ খেলাপির অভিযোগে আফরোজা আব্বাসের মনোনয়ন বাতিল করা হয়। পরে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন আফরোজা আব্বাস।

উল্লেখ, স্ট্যান্ডার্ড চাটার্ট ব্যাংক, অগ্রণী ব্যাংক ও ঢাকা টেলিফোন কোম্পানি লিমিটেডের কর্তৃপক্ষরা আফরোজা আব্বাসের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ আনেন। এছাড়া আফরোজা আব্বাস ঋণ খেলাপি এই মর্মে বাংলাদেশ ব্যাংকের একটি চিঠি আসে প্রার্থিতা বাছাইয়ের সময়।

এ সম্পর্কিত আরও খবর