নির্বাচনী হাওয়ায় প্রেস ও মাইক সার্ভিসের রমরমা ব্যবসা

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 15:31:32

একাদশ সংসদ নির্বাচনের প্রচারণা জমজমাট ভাবেই শুরু হয়েছে। নির্বাচনী হাওয়া কমবেশি সব জায়গায় বইছে, নির্বাচনের কারণে বেশির ভাগ ব্যবসায় মন্দা ভাব চলছে।

তবে জমজমাট প্রচারণায় চলছে প্রেস আর মাইক ভাড়ার রমরমা ব্যবসা। প্রেসগুলোতে দিন রাত চলছে পোস্টার আর লিফলেট ছাপার কাজ।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বগুড়া শহরের শাপলা মার্কেটে প্রেস পট্টি ঘুরে দেখা গেছে, কর্মচারীদের কথা বলার সময় নেই। কেউ কম্পিউটারে পোস্টারের ডিজাইন করছে,কেউ ব্যস্ত প্লেট তৈরির কাজে।

আবার কেউ ব্যস্ত পোস্টার ছাপার কাজে। বগুড়ার শাপলা মার্কেটের প্রেস পট্টিতে ছোট বড় ৭০ টি প্রেস রয়েছে। ৭০টি প্রেসেই চলছে দিন রাত কাজ।

তীর্থ অফসেট প্রেসের স্বত্বাধিকারী জীবন কুমার দাস জানান,বগুড়ার ৭টি নির্বাচনী আসনের পোস্টার ছাপানো ছাড়াও নাটোর,গাইবান্ধা সিরাজগঞ্জ জয়পুরহাটে পোস্টার তৈরির কাজ চলছে।

বগুড়ায় ছাপা এবং ডিজাইনের মান উন্নত হওয়ায় আশে পাশের জেলা গুলো থেকে ছাপার কাজও এখানে হয়ে থাকে। তিনি জানান, বগুড়ায় বড় সাইজের একহাজার পোস্টার ২১০০ টাকা দরে ছাপানো হচ্ছে।

এদিকে প্রেসের পাশাপাশি জমজমাট চলছে মাইক সার্ভিসের ব্যবসা। শহরের চেলোপাড়া,কালিতলাও শিববাটি এলাকায় মাইক সার্ভিসের দোকান গুলোতে ঘুরে দেখা গেছে, প্রতীক বরাদ্দের কয়েকদিন আগে থেকেই প্রার্থীরা মাইক বুকিং দিয়ে রেখেছে।

মাইকের চাহিদা বেশি হওয়ার কারণে অনেকে পুরাতন মাইক মেরামত করে ভাড়া দেয়ার উপযোগী করে তুলছে। চেলাপাড়ার রাজু মাইক সার্ভিসের কর্মচারী সুমন জানান, একসাথে এত মাইকের অর্ডার পাওয়া গেছে যে পুরাতন মাইক মেরামত করে ভাড়া দিতে হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর