কিশোরগঞ্জ-৬: জিল্লুর রহমানের অসমাপ্ত কাজ করতে চান শরীফুল

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪ | 2023-08-24 15:48:11

অর্ধশতাধিক মামলায় জামিন নিয়ে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়াচর) আসনের ভোটের মাঠে নেমেছেন বিএনপির শরীফুল আলম।

উচ্চ আদালত থেকে সবকটি মামলায় জামিন নিয়ে মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকেল পাঁচটায় নিজ নির্বাচনী এলাকায় ধানের শীষ প্রতীকে প্রচারণায় নামেন তিনি।

পথসভায় দেয়া বক্তব্যে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে স্মরণ করে বলেন, এর আগে আমি সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে নির্বাচন করেছি। আমার বয়স যা, মরহুম জিল্লুর রহমানের রাজনৈতিক অভিজ্ঞতা তার চেয়েও বেশি। আমি উনাকে শ্রদ্ধা করি। অতীতে উনার সঙ্গে নির্বাচন করে আমি স্বাচ্ছন্দ্য বোধ করেছি। কিন্তু এবার এমন একজনকে আওয়ামী লীগ থেকে প্রার্থী দেয়া হয়েছে শুধু আমি নয়, ভৈরব-কুলিয়াচের মানুষ অস্বস্তি বোধ করছে‌।

তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন, আপনারা এমন একজনকে নির্বাচিত করবেন যিনি আপনাদের সুখে দুঃখে পাশে থাকবে। যখনই চাইবেন পাশে পাবেন।

এ সময় ধানের শীষ মনোনীত প্রার্থী সাবেক প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের অসমাপ্ত কাজ করার অঙ্গীকার দেন তিনি।

এদিকে বিকেলে বাবার করব জিয়ারত করে পথে পথে সভা করেন বিএনপি-জাতীয় ঐক্যফন্টের সমন্বিত এই প্রার্থী।

তার এই পথসভায় দলের নেতাকর্মীদের হাতে কাঁচা ধান, ভুভুজেলা বাঁশি, প্ল্যাকার্ড ও মুখে শ্লোগান ছিল।

জনগণের উদ্দেশ্যে প্রায় প্রতিটি পথসভায় তিনি বলেছেন, এবার ভোটযুদ্ধে থাকতে হবে। দীর্ঘ ১০ বছর পর ভোট হচ্ছে। ভোট চুরির চেষ্টা হলে প্রতিরোধ করতে হবে। ভোটে বিজয়ের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনতে হবে।

এ সম্পর্কিত আরও খবর