কক্সবাজার-৪: সীমান্ত রাজ্যে নবীন-প্রবীণের লড়াই

বিবিধ, নির্বাচন

মুহিববুল্লাহ মুহিব, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 01:07:18

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তৎপরতা বেড়েছে রাজনৈতিক দলগুলোর মাঝে। তাই দেশের দক্ষিণের সীমান্ত-ঘেঁষা কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে শীর্ষ দুই রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যেই হাড্ডা-হাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। আওয়ামী লীগের নবীন প্রার্থী শাহিন আক্তার ও বিএনপির প্রবীণ প্রার্থী শাহজাহান চৌধুরীকে নিয়েই চলছে নানা আলোচনা-সমালোচনা।

জানা যায়, এই প্রথম সংসদ নির্বাচন করছেন দেশের আলোচিত সাংসদ আব্দুর রহমান বদির স্ত্রী ও নৌকার মনোনীত প্রার্থী শাহিন আক্তার। শাহিনের জনপ্রিয়তায় যোগ হবে উখিয়া-টেকনাফের হতদরিদ্র মানুষের আস্থাভাজন স্বামী বদির জনপ্রিয়তাও। তাই এ আসনে বিএনপির প্রার্থীর সঙ্গে হাড্ডা-হাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে রাজনৈতিক বোদ্ধারা। তবে উখিয়া-টেকনাফ আসনের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীও কম নয়। তার টানা দুইবার সংসদ সদস্য হওয়ার রেকর্ডও রয়েছে। ওই নির্বাচনে তার বিপক্ষের প্রার্থী আওয়ামী লীগের অধ্যাপক মোহাম্মদ আলী ছিলেন।

নির্বাচনী ইতিহাস বলছে, এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালে উখিয়া-টেকনাফ আসনে অধ্যাপক মোহাম্মদ আলীকে নৌকার মনোনয়ন দেওয়া হয়। ওই নির্বাচনে বিএনপির ধানের শীষের প্রার্থী শাহজাহান চৌধুরীর কাছে ১০ হাজার ভোটে পরাজিত হন মোহাম্মদ আলী। এরপর ১৯৯৬ সালের ৫ ফেব্রুয়ারির নির্বাচনে (কয়েকদিন পর সংসদ ভেঙে যায়) মোহাম্মদ আলীকে আবারো নৌকার মনোনয়ন দেওয়া হয়। সেই নির্বাচনেও ধানের শীষের প্রার্থী শাহজাহান চৌধুরী জয়ী হন। ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন আবদুর রহমান বদি। মূলত তখন থেকেই বদির নির্বাচনীর রাজনীতি শুরু হয়। এরপর ১৯৯৬ সালের নির্বাচনে শাহজাহান চৌধুরীকে পরাজিত করে সাংসদ নির্বাচিত হন নৌকার প্রার্থী মোহাম্মদ আলী। ওই নির্বাচনে জামায়াতের প্রার্থী নির্বাচন করায় হেরে যান বিএনপি প্রার্থী।

২০০১ সালের নির্বাচনে আবদুর রহমান বদি নৌকার মনোনয়ন চাইলেও তাকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীর কাছে ৪৭ হাজার ভোটে পরাজিত হন নৌকার প্রার্থী মোহাম্মদ আলী।

২০০৮ সালের নির্বাচনে নৌকার মনোনয়ন দেওয়া হয় আবদুর রহমান বদিকে। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে ২৪ হাজার ভোটে হারিয়ে সাংসদ নির্বাচিত হন আব্দুর রহমান বদি। ওই নির্বাচনে আবদুর রহমান বদি পেয়েছিলেন ১ লাখ ৩ হাজার ৬২৬ ভোট। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির শাহজাহান চৌধুরী পেয়েছিলেন ৭৯ হাজার ৩১০ ভোট। ২০১৪ সালের নির্বাচনে কক্সবাজারের চারটি আসনের তিনটিতে সাংসদ নির্বাচিত হয়েছিলেন বিনাভোটে। শুধুমাত্র উখিয়া-টেকনাফ আসনে ভোটগ্রহণ হয়েছিল। সেই নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী তাহা ইয়াহিয়াকে প্রায় ৯৯ হাজার ভোটে পরাজিত করেন আবদুর রহমান বদি। আবদুর রহমান বদি পেয়েছিলেন ১ লাখ ৫ হাজার ৮৪৯ ভোট।

রাজনীতিবিদরা মনে করেন, স্বামী আব্দুর রহমান বদির জনপ্রিয়তায় এগিয়ে আছেন শাহিন আক্তার। অন্যদিকে বিএনপির শাহজাহান চৌধুরীও নিজের অবস্থান ধরে রেখেছেন। তাই এ আসনে দুই রাজনৈতিক দলের মধ্যে হাড্ডা-হাড্ডি লড়াই হবে বলে মনে করছেন তারা।

এদিকে প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারণায় নেমে পড়েছেন এ আসনের ৬ প্রার্থী। তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। ৬ প্রার্থীর মধ্যে এ দুইজনই সবার চেয়ে এগিয়ে আছেন।

এ বিষয়ে জানতে চাইলে বদির স্ত্রী শাহিন আক্তার বার্তা২৪.কমকে বলেন, ‘এই এলাকার মানুষ উন্নয়ন চায়। এ জন্য তারা আবারো নৌকায় ভোট দেবে। প্রচারণায় গিয়ে বিপুল মানুষের সাড়া পাচ্ছি।’

বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী বলেন, ‘গুম, খুন থেকে বাঁচতে আওয়ামী লীগকে আর ক্ষমতায় চায় না দেশের মানুষ। এসব থেকে বাঁচতে মানুষ বিএনপিকে আবারো ক্ষমতায় দেখতে চায়। তাই উখিয়া-টেকনাফের মানুষ আমাকে ভোট দেবে।’

উল্লেখ্য, টানা ১০ বছর ক্ষমতায় থেকে নানা বিতর্কে জড়িয়ে পড়ায় এবার আওয়ামী লীগের মনোনয়ন পাননি আব্দুর রহমান বদি। তার পরিবর্তে নৌকার মনোনয়ন পান তার স্ত্রী শাহিন আক্তার। তবে সব ভুলে গিয়ে স্ত্রীর জন্য মাঠে একাট্টা আব্দুর রহমান বদি।

এ সম্পর্কিত আরও খবর