মাঠে সরব কামাল, তৎপরতা নেই নিরবের

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 08:49:32

একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে নির্বাচনী প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগ প্রার্থী আসাদুজ্জামান খান কামালসহ অন্য দলের প্রার্থীরা । এই আসন থেকে তৃতীয় বারের মত নির্বাচন করার টিকেট পেলেন আওয়ামী লীগের বর্ষীয়ান এ নেতা।

বুধবার (১২ ডিসেম্বর) ঢাকা-১২ আসনের নির্বাচনী এলাকা ঘুরে দেখা যায়, তেজগাঁও, ফার্মগেট, রমনাসহ বিভিন্ন জায়গায় অস্থায়ী নির্বাচনী কেন্দ্র স্থাপনের পাশাপাশি বিভিন্ন এলাকায় আসাদুজ্জামান খান কামালের নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে।

বিলি করেছেন লিফলেট, পোস্টার, স্টিকার সংবলিত আওয়ামী লীগ সরকারের ১০ বছরের সাফল্যের কথা। ভোটারদের আকৃষ্ট করতে গান তৈরি করে সেটা মাইকে বাজানো হচ্ছে। সবমিলিয়ে, একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে ঢাকার এই আসনটিতে।

বিপরীতে নির্বাচনী প্রচারণায় এখনো মাঠে দেখা যায়নি বিএনপি মনোনীত সাইফুল আলম নিরবকে। নেই কোন প্রচারণা, এমনকি দেখা মেলেনি কোন পোস্টারের।

নির্বাচনী প্রচারণায় পিছিয়ে নেই গনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। কোদাল প্রতীক নিয়ে মাঠে ভালোই প্রচারণা চালাচ্ছেন তিনি।

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল, শেরেবাংলা নগর ও রমনার কিছু অংশ নিয়ে গঠিত ঢাকা-১২ আসন। শিল্পাঞ্চল হওয়ায় এখানে শ্রমিক, মধ্যবিত্ত সহ নানা পেশাজীবী পরিবারে বসবাস।

এ সম্পর্কিত আরও খবর