২০১৪ সালের নির্বাচনের তাণ্ডবের পুনরাবৃত্তি নয়: সিইসি

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-15 04:41:00

২০১৪ সালের নির্বাচনের যে তাণ্ডব হয়েছে এবারের নির্বাচনে সেটার পুনরাবৃত্তি যেন না ঘটে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভার সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নূরুল হুদা বলেন, '২০১৪ সালের নির্বাচনে ভয়ংকর অবস্থার কথা ভুলে গেলে চলবে না, সে ভয়ংকর অবস্থার আলোকে এবারের নির্বাচনের প্রস্তুতির রূপরেখা কৌশল অবলম্বন করা প্রয়োজন।'

তিনি আরো বলেন, 'সেবারের নির্বাচনে  মাঠে পুলিশ, বিজিবি, র‍্যাব ছিল। তবুও আমরা কি দেখেছি? তখন তাদের উপস্থিতিতে পুলিশ সদস্য ও বিজিবি সদস্য নিহত হয়েছে, শত শত মানুষ নিহত হয়েছে। কেন তখন নিয়ন্ত্রণ করতে পারেনি সেটা আলোচনার সময় এখন নেই। তবে সেটা আমাদের মনে রাখতে হবে। ভুলে গেলে চলবে না।'

এবার যেন ২০১৪ সালের কোন তাণ্ডবের পুনরাবৃত্তি না হয়, সে জন্য অত্যন্ত সতর্কতার সাথে দৃষ্টি রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন কে এম নূরুল হুদা।

তিনি বলেন, 'এবারের নির্বাচনে আপনাদের পেশাদারিত্বে জনগণের মালামাল রক্ষা এবং দেশে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে। যেন গতবারের নির্বাচনের মত কোন তাণ্ডব সৃষ্টি ও না ঘটে, সেরকম পরিস্থিতির সুযোগ সৃষ্টি যেন না হয়, সেজন্য অত্যন্ত সতর্ক থাকতে হবে।'

স্থানীয় মাস্তানরা যেন ভোটের বাক্স ছিনিয়ে নিতে না পারে সেজন্য ইভিএম ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান নির্বাচন কমিশনার।

এ সম্পর্কিত আরও খবর