‘জোড় সংখ্যার নির্বাচনে জয়ী হয় নৌকা’

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-18 17:47:54

জোড় সংখ্যার সালগুলোতে নৌকা বিজয়ী হয়েছে। তাই এ নির্বাচনেও বিজয় নিশ্চিত বলে দাবি করেছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রকৌশলী মোহাম্মদ হোসাইন। তিনিও আসন্ন সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি ছিলেন।  

কারণ হিসেবে তিনি বলেছেন, ‘জোড় সংখ্যার ১৯৭০, ১৯৯৬, ২০১৪ সালে নৌকা প্রতীকের জয় হয়েছিল। আর বিজোড় সংখ্যার ১৯৯১ ও ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসে। জোড় সংখ্যার নির্বাচন হলেই জয়ী হয় নৌকা।’

শুক্রবার বিকেলে হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সংখ্যা তত্ত্ব তুলে ধরেন।

বিদ্যুৎ, খনিজ ও জ্বালানী মন্ত্রণালয়ের পাওয়ার সেলের এ মহাপরিচালক বলেন,‘দেশের উন্নয়নে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে হলে দ্বিধাদ্বন্দ্ব ভুলে নৌকা প্রতীককে জয়ী করতে হবে। আওয়ামী লীগের পক্ষে আমরা যারা মনোনয়ন চেয়েছি, সবাই নৌকার পক্ষে আপোষহীন। এ এলাকা নৌকার ঘাঁটি হিসেবে ৩০ ডিসেম্বরের নির্বাচনে ভোটের মাধ্যমে প্রমাণ করতে চাই।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘অনেক ক্ষোভ-দুঃখ আছে। সব ভুলে ৩০ ডিসেম্বর নৌকাকে জয়ী করতে হবে। তারপর ক্ষোভ-দুঃখের বিষয়াদি নিরসন করা হবে।’

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলালের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ড. মোস্তফা কামাল, সদস্য খালেদুর রহমান মিঠু, হারুনুর রশীদ মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন, সাধারণ সম্পাদক আবু ইউছুফ মোহন।

এ সম্পর্কিত আরও খবর