প্রয়োজনে সেনাবাহিনী গ্রেফতার করতে পারবে: সিইসি

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 18:24:59

নির্বাচনে দায়িত্ব পালনের ক্ষেত্রে সেনাবাহিনী প্রয়োজন হলে গ্রেফতার করতে পারবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

তিনি বলেন, 'সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া হবে না। তবে, তারা গ্রেফতার করতে পারবে। তাদের সেই ক্ষমতা দেয়া হয়েছে। যদি ম্যাজিস্ট্রেট থাকে বা কোন একটি এলাকা/কেন্দ্রে এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে, ইমেডিয়েট হস্তক্ষেপ করার দরকার হয় এটা আইনেই বলা আছে। সিআরপিসিতে আইনে যেভাবে আছে সেভাবেই তারা দায়িত্ব পালন করবে।'

শনিবার (১৫ ডিসেম্বর) নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে ভোট কক্ষে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা যাবে না জানিয়ে তিনি বলেন, 'ভোট কক্ষ থেকে বাইরে এসে বারান্দায় বা মাঠে এসে সরাসরি সম্প্রচার করা যাবে। সাংবাদিকদের প্রতিটি কেন্দ্রে সীমিত আকারে যেতে হবে। কারণ একসাথে অনেকে গেলে নির্বাচনী কর্মকর্তাদের দায়িত্ব পালনে বিঘ্ন ঘটে। সেক্ষেত্রে কতজন এক যেতে যেতে পারবেন তা নির্বাচন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সংশ্লিষ্ট কেন্দ্রের ধারণ ক্ষমতা বিবেচনা করে অনুমোদন দেবেন।'

তিনি বলেন, 'সাংবাদিকরা ভোটকক্ষে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন। তবে, তারা কক্ষে বসে কথা বলতে পারবেন না। মোবাইল ফোন ব্যবহার করে ছবি তুলতে পারবেন। এক্ষেত্রে প্রিজাইডিং অফিসারের ব্যবস্থাপনা মানতে হবে। তার কক্ষের ধারণ ক্ষমতা বিবেচনা করে যতজনকে অনুমোদন দেন সেটা অনুসরণ করতে হবে।'

সিইসি বলেন, 'মোবাইল ব্যাংকিং বন্ধ ও ইন্টারনেটের গতি কমানোর বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। পরবর্তীতে সিদ্ধান্ত দেয়া হবে। আচরণ বিধি লঙ্ঘনে কতজনকে সাজা দেয়া হয়েছে এই তথ্য নেই। আমাদের কাছে আচরণবিধি ভঙ্গের যেসব অভিযোগ আসছে তা ইলেকট্রোরাল ইনকোয়ারি কমিটির কাছে পাঠিয়ে দেব। কিছু রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠাব। তারা এগুলো স্থানীয়ভাবে দেখবে। স্থানীয়ভাবে আচরণ বিধি লঙ্ঘন করে রিটার্নিং অফিসাররা তার ব্যবস্থা নেবেন। এছাড়া নির্বাচনী ম্যাজিস্ট্রেট আছে তারাও দেখবে।'

ড. কামাল হোসেনের ওপর হামলার ঘটনায় দু:খ প্রকাশ করে সিইসি বলেন, 'ড. কামাল হোসেনের ওপর হামলার ঘটনাটি দু:খজনক। একজন সিনিয়র সিটিজেন ও একজন প্রখ্যাত ব্যক্তি। তার ওপর হামলা হওয়াটা কখনোই প্রত্যাশিত নয়, কাঙ্ক্ষিত নয়। এক্ষেত্রে ফৌজদারি অপরাধ হয়েছে। ফৌজদারি অপরাধ হিসেবে যেভাবে ব্যবস্থা হয় তা হবে। তারা আমাদের কাছে বিষয়টি দেখার জন্য আবেদন করেছে। আমরা এটা দেখার জন্য ইলেকট্রোরাল ইনকোয়ারি কমিটির কাছে পাঠাব। তারা রিপোর্ট দিলে সেই অনুসারে ব্যবস্থা হবে। কাল-পরশুর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের আইজিকে চিঠি দেব, তারা যেন কোন প্রার্থী বা রাজনৈতিক কোন ফৌজদারি অপরাধের সঙ্গে সম্পৃক্ত না থাকলে বিনা ওয়ারেন্টে বা বিনা প্রয়োজনে হয়রানি না করে তা বলে দেব।'

বিভিন্ন স্থানে গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, 'অহেতুক কাউকে গ্রেফতার করা হয়েছে তা বলা যাবে না। হয়তো তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা ও ওয়ারেন্ট থাকতে পারে। সেই কারণে তাদের গ্রেফতার করে থাকতে পারে। এটা তাৎক্ষনিক বলতে পারব না।'

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, 'আমরা মনে করি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়েছে। প্রার্থীরা তাদের প্রচারণা চালাতে পারছে। প্রচারণায় তাদের কোন বাধা নেই। স্থানীয়ভাবে ফৌজদারি অপরাধ ঘটলে সেক্ষেত্রে তারা মামলা করবে বা আমাদের কাছে পাঠাবে।'

এ সময় নির্বাচন কমিশনার মাহবুবু তালুকদার, রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী, কবিতা খানম ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদও উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর