হত্যা মামলার আসামি নায়াব ইউসুফ নির্বাচনী প্রচারণায়

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 22:23:42

বহুল আলোচিত আওয়ামী লীগ নেতা ইউসুফ আল মামুন হত্যা মামলার অন্যতম আসামি বিএনপি নেত্রী নায়াব ইউসুফ আহমেদ একাদশ সংসদ নির্বাচনে প্রচারণায় অংশ নিচ্ছেন। মামলার আসামি হওয়া সত্ত্বেও নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাধারণ ভোটারসহ বিভিন্ন মহলে।

এদিকে আলোচিত হত্যা মামলার আসামি প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নিলেও তা দেখছে না প্রশাসন। নায়াব ইউসুফের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকেই।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা বলেন, ‘আওয়ামী লীগ নেতা ইউসুফকে নির্মমভাবে হত্যা মামলার অন্যতম আসামি নায়াব ইউসুফ প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ এখনও তাকে গ্রেফতার করেনি। আইনের শাসন প্রতিষ্ঠা করার দায়িত্ব পুলিশের। সেই পুলিশের সামনে দিয়ে এমন একজন অভিযুক্ত ব্যক্তি নির্বাচনী প্রচারণায় অংশ নিলে পুলিশের প্রতি সাধারণ মানুষ আস্থা হারিয়ে ফেলবে।’

গত মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গি চৌরাস্তার মোড় এলাকায় একটি চায়ের দোকানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় নর্থ চ্যানেল ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ইউসুফ আল মামুনকে পিটিয়ে হত্যা করে বিএনপির ক্যাডার বাহিনী।

এ ঘটনায় ঐ রাতেই ফরিদপুর কোতোয়ালী থানায় নিহতের ভাই সোহরাব বেপারী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নায়াব ইউসুফ আহমেদসহ ৪০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়। পুলিশ ঐ রাতেই অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি কাশেম বেপারীসহ বেশ কয়েক জনকে আটক করে।

খোঁজ নিয়ে জানা যায়, ফরিদপুর-৩ আসনে বিএনপির প্রার্থী চৌধুরী কামাল ইবনে ইউসুফের পক্ষে গত বৃহস্পতিবার বায়তুল আমানে ও শনিবার সিএন্ডবি ঘাট এলাকায় নির্বাচনী প্রচারণা চালান নায়াব ইউসুফ আহমেদ। 

ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম বলেন, ‘আওয়ামী লীগ নেতা ইউসুফ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় নায়াব ইউসুফ আহমেদের নাম রয়েছে। তাকে আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।’

ফরিদপুর কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা বলেন, ‘শান্ত পরিবেশকে অশান্ত করতে বিএনপি মরিয়া হয়ে উঠেছে। ইউসুফকে নির্মমভাবে হত্যা, এরপর আওয়ামী লীগ অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।’

ফরিদপুরের পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খাঁন বলেন, ‘আ’লীগ নেতা ইউসুফ হত্যা মামলার বেশ কয়েকজন এজাহারভুক্ত আসামিকে এরই মধ্যে আটক করা হয়েছে।’

নায়াব ইউসুফ প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন হত্যা মামলার আসামি কোনোভাবেই এমন কাজ করতে পারে না। তাকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা হবে।’

জেলা রিটার্নিং কর্মকর্তা ও ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে কথা বলতে নায়াব ইউসুফ আহমেদ এর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরও খবর