খুলনায় ডিজিটাল প্রচারণায় এগিয়ে আ'লীগ, পিছিয়ে বিএনপি

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 23:21:24

১২দিন পরেই একাদশ সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে খুলনায় চলছে নানামুখী নির্বাচনী প্রচারণা। জোরেশোরেই প্রচারে নেমেছে প্রধান রাজনৈতিক দলের প্রার্থীরা। ব্যানার, ফেস্টুন আর পোস্টারের প্রচারণার বাইরেও এবার ডিজিটাল প্রচারণা গুরুত্ব দিচ্ছে প্রার্থীরা। খুলনায় ডিজিটাল প্রচারণায় অনেকটা এগিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা, অপরদিকে ক্ষমতাসীনদের তুলনায় পিছিয়ে আছে বিএনপি প্রার্থীরা।

খুলনায় নির্বাচনে মাঠ পর্যায়ের আনুষ্ঠানিক প্রচারণা বেশ আগে শুরু হলেও ডিজিটাল প্রচারণা একটু দেরিতে শুরু হয়েছে। ডিজিটাল প্রচারণার নির্দিষ্ট নীতিমালা না থাকায়, রঙ্গিন প্রচ্ছদে ইন্টারনেটভিত্তিক প্রচারণা শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এক্ষেত্র‌ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ, গ্রুপ, ইউটিউব, টুইটার, ওয়েবসাইট, মেসেঞ্জারের মাধ্যমে প্রচারণা চালান হচ্ছে বলে জানিয়েছে আ'লীগের এক দলীয় সূত্র।

মহাজোট সমর্থিত খুলনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী সেখ সালাহ্উদ্দিন জুয়েল বার্তা২৪.কমকে বলেন, 'প্রযুক্তি নির্ভর হয়ে আজকের তরুণ হবে, আমাদের আগামী প্রজন্ম। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন সেটা আজ বাস্তবায়িত। এখন মানুষ ঘরে বসে যেকোনো প্রয়োজনীয় কাজ সারতে পারেন ডিজিটাল সেবার মাধ্যমে। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের তরুণ ও নতুন ভোটারদের কথা মাথায় রেখে ডিজিটাল প্রচারণা শুরু করেছি। আমাদের ধারণার ডিজিটাল প্রচারণার মাধ্যমে আমরা তরুণ ভোটারদের নিকট আমাদের কর্মকাণ্ড ও আগামী দিনগুলোতে আমাদের পরিকল্পনাগুলো সঠিকভাবে তুলে ধরতে পারব। খুলনায় কর্মসংস্থানের সুযোগ, হাইটেক পার্ক নির্মাণ, আইটি সিটি নির্মাণসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নৌকা প্রতীকে ভোট চেয়ে ডিজিটাল প্রচারণা চালানো হচ্ছে।'

অপরদিকে, খুলনায় অনলাইন ভিত্তিক এ ডিজিটাল প্রচারণায় আওয়ামী লীগের ধারে কাছেও নেই ক্ষমতার বাইরে থাকা বিএনপি। ক্ষমতাসীন দলের তুলনায় অনেকাংশে পিছিয়ে রয়েছে তারা। ক্ষমতাসীনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটি মানুষের কাছে নির্বাচনী বার্তা পৌঁছে দিতে পারলেও এ ব্যাপারে তেমন এগোতে পারছেনা বিএনপি। কয়েকটি ফেসবুক পেজে ডিজিটাল প্রচারণায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হচ্ছে। তবে নির্বাচনী প্রচারের থেকেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র রক্ষার প্রচার বেশি দেখা যাচ্ছে বিএনপির ডিজিটাল প্রচারণায়।

মহানগর বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেমুল হক শাওন বার্তা২৪.কমকে বলেন, 'নির্বাচনে ডিজিটাল প্রচারণা পদ্ধতি এখন বেশ জনপ্রিয় ও আধুনিক। কিন্তু আমরা যে প্রচারণা করব তাতে ব্যয়ের সাথে সঙ্গতি করে পারছি না। ক্ষুদ্র আকারে ডিজিটাল প্রচারণাও চলছে। তবে স্ব-উদ্যোগেই মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩০ ডিসেম্বর নির্বাচনে ধানের শীষের ভোট বিপ্লবের আহ্বান জানাচ্ছেন।'

এ সম্পর্কিত আরও খবর