সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা পাচ্ছে না সাধারণ মানুষ: প্রিন্স

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-10 12:45:01

সাধারণ মানুষ ভোটের নিশ্চয়তা পাচ্ছে না, জনগণকে সেই নিশ্চয়তা দেওয়ার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

সোমবার (১৭ ডিসেম্বর) দুপুরে সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আগারগাঁওস্থ নির্বাচন ভবনে ইসি সচিবের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের কাছে এ কথা জানান।

তিনি বলেন, আমরা ইসি সচিবের সঙ্গে দু’টি বিষয় নিয়ে কমিশনের সঙ্গে কথা বলেছি। প্রথমত ভোটাররা এখন সেই নিশ্চয়তা পাচ্ছে না যে তারা ভোটের দিন ভোটকেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তিনি আমাদের জানালেন, তারা পত্র-পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এবং প্রচার-প্রচারণা চালিয়ে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে সবাইকে অবহিত করবেন। তবে সুষ্ঠু নির্বাচন নির্ভর করবে তাদের বডি ল্যাঙ্গুয়েজের ওপর।

দ্বিতীয় বিষয়টি হলো- বাম দলের প্রার্থীরা বিভিন্ন জায়গায় হামলার শিকার হচ্ছেন এবং তাদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। তারা যে পথসভা ও প্রচারণা চালাচ্ছে সেটাও বন্ধ করে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, সরকার দলীয় প্রার্থী ছাড়া কোথাও কোথাও পুলিশের পক্ষ থেকে আমাদের প্রচার-প্রচারণায় বাধা দেয়া হচ্ছে। আমরা খুলনা-৩ এর বিষয়ে আজ অভিযোগ জানিয়েছি। গতকাল এ আসনে আমাদের প্রার্থীকে প্রচারণায় বাধা দেওয়া হয়েছে এবং কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। বিষয়টি কমিশনকে অবহিত করেছি। নেত্রকোনা-৪ আসনে আমাদের প্রার্থী ও নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি থানায় অভিযোগ জানাতে গেলে তারা মামলা গ্রহণ করেননি এবং কুষ্টিয়ায় আমাদের প্রার্থীর ওপরে হামলা চালানো হয়েছে।

প্রিন্স বলেন, আমরা দেখতে পাচ্ছি দু-একটি জায়গায় যেখানে রিটার্নিং কর্মকর্তা কঠোর ব্যবস্থা নিচ্ছেন, সেখানে নির্বাচনী পরিবেশের কিছুটা অগ্রগতি রয়েছে। তিনি (সচিব) নিজে স্বীকার করে বলেছেন রিটার্নিং কর্মকর্তারা যেখানে ব্যবস্থা নিচ্ছেন পুলিশ প্রশাসন সেখানে কথা শুনছেন। এ ব্যাপারে তিনি আমাদের সঙ্গে একমত পোষণ করেন।

নির্বাচন কমিশন যদি আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ দায়িত্ব পালনে নির্দেশনা দেয় তাহলে তারা সে নির্দেশনা পালন করবেন। পুলিশ প্রশাসন যদি কথা না শোনে তাহলে সেই দায়িত্ব এখন নির্বাচন কমিশনকে নিতে হবে বলেও জানান তিনি।

নির্বাচনে থাকার মতো পরিবেশ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন বাংলাদেশে একটি উৎসব। এটি একটি দায়িত্বশীলতার ব্যাপার। বাংলাদেশের বাস্তবতায় জনগণ এটিকে উৎসব মনে করে। মানুষ এখন পর্যন্ত নির্বাচনের মধ্যে আসেনি সুতরাং এখনও বলা যাচ্ছে না যে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে কিনা বা থাকা না থাকার পরিবেশ সৃষ্টি হচ্ছে কিনা। আমরা নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে চাই যে তারা আমাদের নির্বাচনে থাকার বিষয়ে আস্থা তৈরি করতে পারবেন।

এ সম্পর্কিত আরও খবর